By - Tania akter rima

আমার ভালবাসার ভিষন হচ্ছে, আমার প্রানের স্বামী। যার জন্য আমার এই পৃথিবীতে আশা।যে আমাকে সকল ঝড়ের মধ্যেও তার বুকের মধ্যে আলগে রেখেছে।যার জন্য আমি সন্তানের মুখ দেখেছি।যার পায়ের নিচে আমার জান্নাত।আমার ভালবাসার ভিষন এক মাত্রই তিনি যিনি আমাকে তার থেকেও বেশি ভালবাসে আমাকে।