By - Muskan Ahmed

আমার ভালেবাসার ভিশন আমার হাসবেন্ড ও আমার ছেলে। তাদের ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। ২০১৮ সালের জানুয়ারী ২৭ তারিখে ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। আমাদের ফ্যামিলি কে আমরা রাজি করে ২০১৯ সালের ফেব্রুয়ারী ১৬ তারিখে আমাদের বিবাহ সম্পন্ন হয়। ২০২০ সালের ১৯ নভেম্বর আমাদের কন্যা সন্তান হয় যেদিন হয় সেদিন ৩/৪ ঘন্টার মধ্যে সে মার যায় মেডিকেল থেকে বাসায় নিয়ে যাওয়ার পথেই মারা যায়। ২০২১ সালের ডিসেম্বর ৩ তারিখে আমার কোল জুড়ে পুএ সন্তান হয়। ছেলের বয়স ১ বছর ২ মাস। ফেব্রুয়ারী ১৬, ২০২২ আমাদের বিবাহ বার্ষিকির ৪ বছর সম্পন্ন হবে। সবকিছু নিয়ে আমরা এখন হ্যাপি ফ্যামিলি। আমার হাসবেন্ড এবং আমার ছেলে কে আমি খুব ভালোবাসি। আমার পুরো পৃথিবী এখন তাদের কে নিয়েই।