By - Ali Hossain

অনেক রাত চেষ্টা করেও ঘুমাতে পারছি না। কথা মনে পড়ছে। আমার ভালবাসা শুরু বিয়ের পর, চাকুরী জীবনের বিয়ে করে স্ত্রীকে বাড়ীতে রেখে কর্মস্হলে যোগদান করি স্ত্রীকে যখন গ্রামের বাড়ীতে রেখে দূরে অবস্থান করি, বিয়ের পর আমার দিনগুলো স্বপ্নময় হয়ে উঠলো নতুন বউয়ের ভালবাসা অনুভুতি সৃষ্টি হল তখন ভাবলাম তৃষ্ণার্ত শান্তি হ্যালো বলার জন্য মোবাইল ফোন দরকার, মোবাইলে ফোন দিয়ে স্ত্রীর সঙ্গে আলাপ করতে হয় বিয়ের পর প্রথম দিকে দুজন দুজনের প্রতি যে অনুভতি প্রকাশ করার জন্য মোবাইল দরকার। কিছুদিন পর আমার স্ত্রী মোবাইল ফোনের জন্য বায়না ধরলো কিন্তু মোবাইল ফোন কিনে দিব বলে এক বছর অতিবাহিত হলো কিনে আর দেওয়া হলোনা তাই স্ত্রী রাগ করে বসলো, কিন্তু রাগ ভাঙানোর জন্য অবশেষে একটি মোবাইল কেনার সিদ্ধান্ত নিলাম, মোবাইল মার্কেটে গিয়ে একটি মোবাইল কিনে স্ত্রীকে উপহার দিলাম, মোবাইল ফোন পেয়ে বউ মহা খুশি, এখন দুরে থেকে চলতে থাকলো ভালবাসা পংক্তিমালা, সুখে হোক কিংবা দুঃখে, মোবাইল ফোনের মনের মানুষের কাছাকাছি থাকা যায়। এখন আমার প্রেমের বাহন হয়ে হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন ছিল আমার বিয়ে পর স্ত্রী সঙ্গে প্রেমময় জীবন। যাহা এখনও অব্যহত আছে। সারাটা জীবন চাই একটু সুখের ভালবাসা। মোবাইলে বউকে চিঠি লিখে পাঠিয়ে দিলাম, তোমাকে নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দুরে যেখানে রয়েছে তোমার সুখের নীড়। সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম, আমার হৃদয় আমার হৃৎপিণ্ডের‌ রক্ত আর শিরা উপশিরায় গভীর গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর রুহ আছে, সেই রুহতে তোমাকে রেখেছি অদৃশ্য মায়াবী জালে, কারণ তোমাকে যে আমি ভিশন ভালবাসি, ঋতুরাজ বসন্ত যেমন অপরুপ দৃশ্য বিদ্যমান করে, তেমনি তোমার প্রেমে আমাকে মুগ্ধ করেছে। বসন্তের হাওলা বাতাসে যেমন সু বাতাস ছড়ায়, তেমনি তোমার হাওলা চুলে সুগন্ধ ছড়ায়, তোমার ডাগর কালো চোখঁ , মায়াবী মুখ, লিপিষ্টিক রাঙ্গানো ঠোট, আমাকে পাগল করে তুলে। রাত গভীর হয়, আকাশে তাঁরা উঠে, চাঁদ জ্যোৎস্না ছড়ায়, তেমনি তুমি কাছে থাকলে আমার হৃদয়ে জ্যোৎস্না জ্বলে উঠৈ, আপন শক্তিতে। কুয়াশা ঢাকা শীতের শিশির ভেজা ভালবাসার দিন এর সকালে শিশির ঝরা মুক্তর মতো তোমার মায়াভরা মুখখানি প্রথম দেখি। আর ঠিক সেই দিন হতে আমার ভালবাসার জন্ম। যা আজও প্রবাহমান জলপ্রপাতের মতোই। সেই প্রথম দেখাতেই ভালবাসার বসন্ত আমার রক্ত কনিকাই জেগে উঠলো। আমি বুঝতে পারি আমার ভেতর এক বিপ্লব ঘটেছে। তখন আমার কিছুই করার ছিলো না। মনটা নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে, যেন সে দমকা বাতাসের মতো ছুটছে, উড়তে থাকে সুতো ছেড়া ঘুড়ির মতো। দৃষ্টি সুন্দর ছন্দময় সুরে বাধতে চায় তোমাকে। যৌবনের রঙ্গে রাঙ্গানো পৃথিবী, পুস্পরেনু গন্ধমাখা দখিনা বাতাস, আর তোমার কল্পনা আমাকে চঞ্চল করে তোলে। সে কথাই মনে পরে প্রতিদিনের দিন যাপনে। সময়ের টানে হয়তো অনেক কিছুই মলিন হয়ে যেতে পারে কিন্তূ' তোমার মায়া ভরা মুখখানি সে তো মলিন হবার নয়, যেমন মলিন হবার নয় আমাদের স্মৃতিচিহ্ন আমার ভালবাসা। মনের প্রকৃতিতে আজ বসন্ত আগমন। ক্লান্তি গুলো তরুলতার, বৃঙ্গরাজির মতো জরাজীর্ণ, শুকনো পাতার মতো বসন্ত হাওয়ায় মর্মধনী তুলে লুটিয়ে পরেছে মাটির বুকে। আর নতুন পাতায় হাজারো ফুলের সমারহে প্রেমময় হয়ে উঠেছে এ মন।