By - Sakeeba hossain

আমাদের দেখা হতো ৩/৪ মাস পর পর ১/২ দিনের জন্য - কারণ "ও" আর্মি অফিসার - ঢাকার বাইরে পোস্টিং আর আমি থাকতাম ঢাকায়। তখন ঘন্টা হিসাবে রিক্সায় ঘুরাঘুরির একটা প্রচলন ছিল। ৩০ -৪০ টাকায় এক ঘন্টার জন্য রিক্সা ভাড়া করে, রাস্তায় ঘোরাঘুরি আর বাতাস খেয়ে বেড়ানো। আমাদের দুজন এরই ছিল মাথা একটু গরম, এক জন রাগ করলে অন্য জনযে একটু ধৈর্য র্ধরে চুপ থাকব সেটা কখনো হতো না। দেখা যেত রিক্সায় বসে সামান্য কোনো কারণে ঝগড়া, দুজনেই একই সাথে উত্তেজিত। তার পর দুজনেই ঠান্ডা মাথায় ঠিক করতাম "এভাবে চলে না। আমরা বোধয় বিয়ে করে এডজাস্ট করতে পারব না। সুতরাং আজকেই আমাদের শেষ ছাড়া ছাড়ি হওয়া উচিত। শেষ ছাড়াছাড়ির সিদ্ধান্ত নেবার পর আমার বাসার সামনে না আসা পর্যন্ত দুজন গম্ভীর মুখে রিক্সায় বসে থাকতাম। দুইজনেরই কষ্টে বুক ভেঙ্গে যাচ্ছে কিন্তু কেউ মুখে স্বীকার করতাম না। একদম বাসার কাছে - নেমে চলে যাচ্ছি আমি, আর কোনদিন দেখা হবে না আমাদের। আজকেই শেষ ছাড়াছাড়ি হচ্ছে আমাদের করুন বিদায় দৃশ্য। তখন আরমান বলত, আর একটু ঘুরবে ? আমি মাথা নিচু করে বলতাম " হু আবার রিক্সা নিয়ে ঘুরতে যেতাম দুজনের মুখেই তখন চাপা হাসি অবশেষে, ছাড়াছাড়ি আমাদের আর হইলো না।