ভালোবাসা সর্বদা আমার কাছে অমূল্য ও শ্রেষ্ঠ।দীর্ঘ প্রতিক্ষার পর,খুঁজে পেয়েছিলাম সেই মনের মানুষকে। তার সাথে একটি অনুষ্ঠান থেকে পরিচয়। অনেক ভদ্র, শান্ত স্বভাবের মানুষ কথাও কম বলেন। অপরদিকে আমি হলাম চঞ্চল স্বভাবের আর সারাদিন বকবক করা প্রাণী। বান্ধবীর বিয়েতে প্রথম আমার উনি আমাকে প্রথম দেখেছিলেন। ছিলেন আমার বান্ধবী খালাতো ভাই। আমাকে দেখেই নাকি ঠিক করেছিলেন যে আমাকেই বিয়ে করবেন।আসলে তার পক্ষ থেকে ছিল এটা লাভ এট ফাস্ট সাইড। সবার থেকে খোঁজখবর নিলেন যে আমি কাউকে পছন্দ করি কিনা বা আমার বিয়ে ঠিক হয়েছে কিনা। সেই থেকে আস্তে আস্তে গড়ে উঠে দূরের ভালোবাসা। কেউ আমাকে অনেক দূর থেকে দিনের-পর-দিন ভালোবেসে যাচ্ছিল পরে জানতে পেরে আমার অনেক ভালো লেগেছিল। অবশেষে ২০১৭ সালে পারিবারিক ভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সব সম্পর্কে ভালোবাসা থাকে, সম্মান থাকে,মন দূরত্ব সৃষ্টি হয়, ঝগড়া হয় আমাদেরও ব্যতিক্রম কিছু নয়। তারপর আমারা আছি একজন আরেকজনের সাথে। জীবনের দীর্ঘতম সময় কাটিয়ে দিবো দুজন একসাথে । অনেক স্বপ্ন নিয়ে বেচে আছি। আমাদের পরিবারও আমাদের জুটিকে অনেক পছন্দ করে। সফল হউক পৃথিবীর সকল ভালোবাসা