By - Aliza hossain

সম্পর্ক বলতে যা বুঝায় আমাদের ঠিক তা ছিল না, দুজন দুজনকে পছন্দ করতাম ! আমি ক্লাশ নাইন আর সে ইন্টারে। দেখা হলে কেউ কার ও সাথে কথাও বলতাম না, লুকিয়ে লুকিয়ে দেখতাম শুধু দুজনই দুজনকে! এরপর দুজন দু জায়গায় চলে গেলাম। ততদিনে আমিও কলেজে উঠে গিয়েছি, নতুন মোবাইল পেলাম। শুরু হল তার নম্বর খুজে পাওয়ার যুদ্ধ অনেক খুজেঁ পেয়েও গেলাম তারপর তাকে ফোন দিলাম অনেক সাহস নিয়ে..। আগে কোনদিন হু হ্যা ছাড়া কথা বলেছিলাম কিনা মনে নাই কিন্তু তারপর থেকে রোজ কথা হত । কথা হতে হতে গল্প গল্প থেকে ঝগড়া! কয়েকদিন কথা বন্ধ তারপর আবার কথা। গল্প টা আমাদের ছিল কিন্তু একটা সময় এসে দুজনই কেমন যেন হয়ে যাচ্ছিলাম ।ওর মনে হত আমি বেশি অবুঝ আমার মনে হত ও আমাকে বুঝে না, আমার ইমোশন এর কোনই দাম নাই ওর কাছে! দুজনই ছোট ছিলাম দুজনই অবুঝ ছিলাম। সম্পর্ক অনেক বড় একটা ব্যাপার, ঝড় ঝাপটা আসবে, অনেক কিছু হবে তাও হাত ছাড়া যাবে না, কিন্তু আমরা এতই অবুঝ ছিলাম যে সহজেই হাত ছেড়ে দিয়েছিলাম! আমরা দুজনই ভেবেছিলাম আমরা অনেক কিছু বুঝি কিন্তু এটা বুঝিনি যে আমাদের দেখা হয়না দিনের পর দিন কথাও হয় না তারপর ও আমরা দুজন দুজনের কথাই ভাবি,ইমোশনালি আমরা attached ! তখন দুজনই যার যার জিদ বজায় রেখে আলাদা হয়ে গেলাম। আমি ফোন নম্বর পাল্টে ফেললাম , সেও! তারপর আমদের জীবন বদলে গেল। তখন আমি আগের থেকে একটু বড় হয়েছি বুঝতে শিখেছি অনেক কিছুই! ধীরে ধীরে উপলব্ধি করলাম খুব মিষ্টি একটা ভালোবাসা ছিল আমাদের। সে যেহেতু আমাদের রিলেটিভ তাই মাঝে মধ্যে তার সাথে দেখা হয়ে যেত।কথাও হত ! তখন কিন্তু আমরা দুজন দুজনের সব কথা সব নীরবতা সব কিছু বুঝতাম। কিন্তু তখন আর ফেরা যায় না, আর দুজনের কারোই ইচ্ছে করেনি, দুজনই দুজনের নতুন জীবনে তখন মানিয়ে নিয়েছি! আমার জীবনে যে আছে আমি জানি তার থেকে আমাকে কেউ ভালো রাখতে পারবে না আর ওর জীবনে যে আছে তাকে নিয়েও ও অনেক ভালো আছে! আমরা কেউ কাউকে কোথাও ব্লক করিনি আমি জানি ও আমার প্রোফাইল দেখে কারন আমিও ওরটা দেখি! ওকে ভালো থাকতে দেখে আমার ভালো লাগে, আমি জানি ঠিক এভাবেই সে ও ভাবে। আমরা দুজনই বিবাহিত, দুজনই খুব ভালো আছি ! কিন্তু ভালোবাসা একবার ই হয়।