তোমাকে যখন দেখি, তার চেয়েও বেশি দেখি- যখন তোমাকে দেখি না । তুমি আছো আমার হৃদয় জুড়ে আমার চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃত্তিকার কামলতায় অপূর্ণতার বেশে । ভীষণ মিস করছি তোমায় ! এই অবনীতে কিছু ভালোবাসা থাকে, যা কখনো মুছে যায় না ! বুকের মাঝে ঘুমিয়ে থাকে পরম নিশ্চন্তে, যা আমি ধারণ করেছি, তোমার ভালোবাসাটাকে- আমার হৃদয়ের শূন্যময় অন্তরে । তোমাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দিতে চাই । তুমি দেখ, আমি পারবো- পারতে যে আমাকে হবেই । ততো দিন তুমি আমার জন্য- অপেক্ষা করবে তো ? আমি জানি, তুমি অপেক্ষা করবে । কারণ, তুমিও যে এই আমাকে ভী-ষ-ণ ভালোবাসো ।