ভালোবাসা এমন এক অনুভূতি যা হৃদয়ের অনেক গভীরে অনুভূত হয়, পুস্তকের সংজ্ঞায় একে সংজ্ঞায়িত করা আসলেয় অসম্ভব। ভালোবাসা মানে কাউকে খুব বেশি মিস করা। ভালোবাসা মানে কারও জন্য নিদারুণ অপেক্ষা করা। ভালোবাসা হতে পারে মানুষের প্রতি কিংবা অন্য কোনো প্রাণীর প্রতি। ভালোবাসা হতে পারে প্রাণহীন কোনো বস্তুর প্রতি কিংবা স্থানের প্রতি। ভালোবাসা হতে পারে প্রকৃতির প্র্রতি। ভালোবাসা হতেয় পারে স্বয়ং স্রষ্টার প্রতি।