আমার কাছে ভালোবাসার মানেঃ অনেকে বলে থাকেন ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। এত বড় একটা বিষয়কে সংজ্ঞা দিয়ে আবদ্ধ করা খুবই কঠিন। কারও কাছে ভালোবাসা মানে পাগলামি, কারও কাছে ভালোবাসা মানে ধৈর্য্যের পরীক্ষা, কারও কাছে ভালোবাসা মানে হল উদারতা, কারও কাছে আবার ভালোবাসা মানে বিশ্বাস। এত সব কিছুর ভিড়ে সত্যিই তো আসলে প্রশ্ন জাগে, ভালোবাসা মানে কি? মূলত ভালোবাসা হল এমন একটা বিষয় যা কেবল প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিরাজ করে নিম্ন থেকে সর্ব উচ্চতর স্তরে। ভালোবাসা এমন এক অনুভূতি যা হৃদয়ের অনেক গভীরে অনুভূত হয়, পুস্তকের সংজ্ঞায় একে সংজ্ঞায়িত করা আসলেই অসম্ভব। ভালোবাসা মানে কাউকে খুব বেশি মিস করা। ভালোবাসা মানে কারও জন্য নিদারুণ অপেক্ষা করা। ভালোবাসা হতে পারে মানুষের প্রতি কিংবা অন্য কোনো প্রাণীর প্রতি। ভালোবাসা হতে পারে প্রাণহীন কোনো বস্তুর প্রতি কিংবা স্থানের প্রতি। ভালোবাসা হতে পারে প্রকৃতির প্রতি। ভালোবাসা হতেও পারে স্বয়ং স্রষ্টার প্রতি।❤️