আমরা জানি ভালোবাসা পবিত্র কিন্তু ভালোবাসা দিবসে আমরা যেসব দেখি সেটা কি আদৌ পবিত্র l আসলে বর্তমান সমাজে অবৈধ ভালোবাসার কদর বেশি আর বৈধ ভালবাসা কদর উপস্থিতি কম l গভীর ভালোবাসা হওয়া উচিত স্বামী-স্ত্রী, পিতা-মাতা-সন্তান, পরিবারের সদস্যদের মধ্যে l কিন্তু আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইনভারসিটি ছেলেমেয়েদের অবৈধ ভালবাসা কে সবক্ষেত্রে প্রমোট করে থাকে l সিনেমা নাটক উপন্যাস গল্পে দেখা যায় প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসা যা অবৈধ ভালবাসা কে প্রমোট করে l তাই আমার অনুরোধ থাকবে সমাজে কিভাবে প্রেমিক প্রেমিকার ভালোবাসার উপস্থিতি কমে যায় আর পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বেড়ে যায় সে ব্যবস্থা বা প্রচার লক্ষ্য হওয়া উচিত l