আমার পল্পটা ব্যর্থতার নয়,পূর্ণতা না পাওয়া এক ভালোবাসার পল্প, এমন একটা সময় আমার জীবনেও এসেছিল সালটা ছিল২০১৪ তখন আমি ক্লাস ১০এ পরতাম হটাৎ একদিন স্কুলের গেটের সামনে একটা মেয়েকে দেখতে পাই প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় বুকের বাম পাশটায় নাড়া দিয়ে যায়,, সেদিন থেকে তাকে দেখার জন্য রাস্তায়,রাস্তায় দাড়িয়ে থাকতাম আর তাকে দেখতাম মেয়েটাও বুঝতে পারতো আমি তাকে পছন্দ করি এই ভাবে চলে যায় ৬ টা মাস ৬ মাস পর সাহস করে বলেই ফেলি তাকে আমি ভালোবাসি সেও রাজি হয় আমাদের ভালোবাসাও চলতে থাকে তার সাথে ৩ বছর প্রেম করি ৩ বছরের মধ্য কোন দিন রাগ অভিমান হয়নি তার সাথে আমার এতই ভালোবাসতাম দুই জন দুই জনকে, কে এই ভালোবাসার কথা হঠাৎ একদিন তার পরিবার যেনে যায় এবং তাকে ২০১৭ সালে জোর করে বিয়ে দিয়ে দেয় অন্য ছেলের সাথে,আমি তাকে পাইনি কারন তখন আমার কর্ম ছিলনা,,আজ আমার কর্ম আছে কিন্তু সে নেই,এখনো তাকে মিস করি,,,,এখনও তাকে ভালোবাসি,,তার পর থেকে ভালোবাসা দিবসে আমার মনে আর কোন ভালোবাসার উদয় হয়না,