By - Razon

ভালোবাসার ইতিহাস কিংবা গল্প বলতে গেলেই আমরা লাইলি মজনু, শিরি ফরহাদ, চন্ডীদাস ও রজকিনী এর প্রেম কাহিনী নিয়ে আসি l টাইটানিক, দেবদাস সহ ভালোবাসা নিয়ে যত্ত সিনেমা দেখে আমাদের ভালোবাসার জন্য হৃদয় কেঁপে গেছে আমি সবগুলার বিপক্ষে l কারণ এইসব ভালোবাসা আস্তে আস্তে সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে l বহু ফ্যামিলি, ছেলেমেয়ে এর জীবন ধ্বংস করে দিচ্ছে l ছেলে মেয়ে, শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন ধ্বংস করে দিচ্ছে l শিক্ষার্থীরা একাধিক প্রেমের প্রতি ঝুকে যাচ্ছে l ছাত্রী হোস্টেল এর বাথরুমে নবজাতক পাওয়া যাচ্ছে l আপনি আমি যদি পিতা-মাতার আসনে থাকি তাহলে এই ভালোবাসাকে প্রমোট করবো কি? ভালোবাসা তো থাকা উচিত ওই স্বামী-স্ত্রীর মতো যাতে তাদের ভালোবাসার মধ্যে কোন সন্দেহ আসার সুযোগ না থাকে, সুখে এবং অনেক অনেক দুঃখের মধ্যেও যেন একে অপরকে ছেড়ে যাওয়ার কথা মুখে ও না আনে l কোন মা যেন তার সন্তানকে রেখে অন্য পর পুরুষের সাথে পালিয়ে না যায় lকোন স্বামী বা বাবা তার স্ত্রী সন্তান রেখে পরনারীর সাথে অবৈধ সম্পর্ক করে পালিয়ে না যায় lসংক্ষেপে আমি ভালোবাসা দিবসের মূল লক্ষ্য হওয়া উচিত পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে পরিবারকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা l