By - Robiul Islam

# ভালবাসি বলে, জিতে যাও প্রিয় #১৪৷২৷২০২০ আজ ছিল জানো, ভ্যালেন্টাইন ডে মনটা ছিল খুব বেশি খিশমিশে। কাপলরা সব, ঘুরছে ফিরছে মজায় মেজাজটা তাই খিটখিটে, বিশবিশে। রাগ অভিমানে, বুকটায় ছিল ব্যথা বরটা আমার, বেজায় বড় খাটাশ! বিশ বছরের, হিসাব কষা শেষে ভার ভার মন, বিষন্ন আর হতাশ ! ছলছল চোখে , পোলাও রাঁধছি বসে হায়রে! লোকটা একবারও বলল না! খুব বেশি কিছু রেঁধো না , বাবুর মা রাখো তো মাংস, রাখো তো তোমার চা। কালাভুনা শেষ, রোস্টটাও হব হব সালাডটা শুধু কাটাকুটি আছে বাকি। কি আশ্চর্য, বলে কি লোকটা তখন এত্ত খাবার! নুরু ভাবিদের ডাকি? মনে মনে শুধু দাঁত কিড়মিড় করি কড়াই- হাড়িতে, খুন্তির খোঁচা মারি। বন্ধুদের নিয়ে, কর গে ভ্যালেন্টাইন রাস্তার হাওয়া, খা গে গাড়িতে চড়ি। সারাদিন শেষে সন্ধ্যেতে ভাবি বসে বলবে সে বুঝি, চলো না বেড়াতে যাই। যুবক যুবতীরা, ফুর্তি করছে কত আমরা না হয়, ফুচকা, কফিটা খাই? ঠাস ঠাস করে, পিরিচে রাখছি কাপ ফটাস ফটাস, ফেলছি সজোরে পা। ধপাস ধপাস, বসছি সোফায় গিয়ে পটাস পটাস, মোচড়াচ্ছি সারা গা। ধ্যাৎ! লোকটার, নজরই এদিকে নেই এমনিতেই সাজি টিপ ফুল আর শাড়িতে ওমা সেকি গো, বলে কি লোকটা তখন যাচ্ছো নাকি, ঘুরতে কাওরো বাড়িতে? বানান করে করে গালি দেই মন ভরে তালবস শয় আকারে শা, লয় আকারে লা ! আহ্! কেমন যেন হালকা লাগছে, বুকটাতে বেশ খানিকটা, কমে গেল রাগ- জ্বালা! কর্তব্য, মায়া,দয়া যতই করো বউটাকে মাঝে মাঝে কিন্তু সুন্দরীও বলতে হয় বিয়ের পর, স্বামীরা কেন যে বোঝেই না ভালবাসি শুনতে, বউরা কতটা ব্যকুল রয়! সময় এখনও ফুরিয়ে যায়নি মোটে এক ছড়া ফুল নিয়ে যাও হাতে প্রিয়। নিজ ঘর ছাড়া সব ভার্চুয়াল জেনো ভালবাসা দিয়ে, বউটাকে জিতে নিও।