By - Khurshidul Hasnine

গল্পের শুরুটা সেই ২০১১ সাল থেকে, ''প্রথম দেখা যশোর পলিটেকনিকের ২য় সেমিস্টার পরীক্ষা হলে, স্কেল না নেয়ায় সামনের বেঞ্চে থাকা পরীক্ষার্থীর হেল্প চাওয়া । বন্ধুত্ব দিয়েই শুরু । শুরুটা এভাবে হবে ভাবতেই পারিনি । এক সাথে একই কলেজে পড়াশুনা করার পর ও এভাবে দেখিনি তাকে । যে দিন দেখেছিলাম, সে দিন আমি ৫ম সেমিস্টার আর ও ৪র্থ সেমিস্টার। তার পর সময় যত যেতে থাকে আমরাও কাছে আসতে থাকি । আমার ভালোলাগা মন্দলাগা সব যেন তার সাথে মিলে যাচ্ছিল । এভাবেই একসময় আমাদের বন্ধুত্ব ভালোবাসার পরিনত হয়। এভাবে দেখতে দেখতে আমি ফাইনাল সেমিস্টার পাশ করে ঢাকায় বি এস সি ইন্জিনিয়ারিং এ ভর্তির প্রস্তুতি নিচ্ছি । ঢাকায় ভর্তি হওয়ার পর যেদিন আমি ঢাকায় চলে আসবো,সে দিনের তার কান্না আমি এখন ও ভুলিনি। এভাবে ওকে পাশে ছাড়া একটি বছর পার করলাম , এর পর ওর ফাইনাল সেমিস্টার শেষে ও আমারই ভার্সিটিতে ভর্তি হলো, ওর আর আমার মধ্যে দূরত্ব কমলো বারলো ভালবাসা। হ্যাঁ আমি ভালোবাসি তাকে অনেক বেশি সে হয়তো আমার থেকেও বেশি । এভাবে ১০ বছর গেল বুঝলাম না কিছুই । অবশেষে আমরা পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সারাটি জীবন যাতে ওর সাথে থাকতে পারি এজন্য আল্লাহ্‌র দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানায়।''