আমার ছেলের ১৫ ফেব্রুয়ারি ৭ বছর পূর্ণ হবে আর আমাদের বিয়ের আট বছর,বিয়ের আগে তাকে আমি তার ফ্যামিলি সবকিছু জেনে বিয়ে করি সে বড় এতিম তার মা-বাবা ভাই-বোন কিছুই নেই তার আগ্রহ টা অনেক বেশি বেড়ে যায়,তাই আমি সব কিছু জেনে নিয়ে আসছি আমার ফ্যামিলিতে আমার পৃথিবীতে মা-বাবা আত্মীয়-স্বজন সবকিছু দেই থাকে। সে অনেক কিছু আমার কাছে গোপন করেছে যেমন তার মা- ভাই-বোন সকলে আছে,অনেক পরে জানতে পারি তার মা-বাবার সম্পর্ক নষ্ট করার একটাই কারণ তা হচ্ছে তার মায়ের দ্বিতীয় বিয়ে তাই সে তার মামার কাছে বড় হয় সেখান থেকে তার সাথে আমার পরিচিত সেখানে দুজনের মধ্যে ভালোবাসা প্রেম এবং বিয়ে। তবু তো সবকিছু মেনে নেই আমি, কারণ তাকে আমি অনেক বেশি ভালোবাসি অনেক যা বলে বোঝাতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বলবো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি