By - Md Shahadat Hossain

আসসালামু আলাইকুম আমি মো শাহাদাত হোসেন, বাবা -আবদুর রাজ্জাক হাওলাদার, জেলা- বরিশাল আমি একজন দুঃখী মানুষ কারন আমি জিবনে কষ্ট ছাড়া কিছুই পাই নাই। জীবনে কোনো কাজ সঠিক ভাবে কখনই করি নাই, প্রাপ্তি বলতে কিছু নেই আমার জীবনে একটা মেয়েকে আমি অসম্ভব ভাবে ভালোবাসতাম কিন্তু এতো ভালোবেসে ও তার কাছ থেকে পেয়েছি সুধুই অবহেলা আর অপমান কিন্তু আমি এটা ও জানি তাকে পাবার যোগ্য আমি নয় কারন সে উপর তলার মানুষ কারন তকর বাবার অনেক টাকা যা আমার বাবা বা আমার নেই। তাকে প্রচন্ড ভাবে ভালোবাসার পরেও নিজেকে সরিয়ে নেবার চেস্টা করেছি বার বার কিন্তু তার প্রতি আমার ভালোবাসা তো এতো তুচ্ছ না যে তাকে কোনো কিছুর বিনিময় ভুলে যাবো তাই কস্টটা আমৃত্যু ই রয়ে যাবে সুপ্ত অবস্থায় বুকের কোনো এক জায়গায়।