By - Rayhan Sultan

আফসোস এর দিনগুলির একটি! সেই পড়ন্ত বিকাল বেলা গুলো এখনো ভাবলে মনে হয় এই সেই মোবাইল যার জন্য কত না কাকুতি মিনতি করে বাসার থেকে মিথ্যা বলে মোবাইল টা নিতাম নিয়েই যেন মনে হতো রাজ্য পেয়ে গেছি আমি। তাড়াহুড়ো করেই বের হতাম বাসা থেকে কোন এক নির্জন স্থানে যেখানে থাকবে না কেহ শুধু এই মোবাইল আর আমি ছাড়া। নতুন নতুন একটা প্রেম করছি তাও আবার মোবাইল এ ভাবতেই মনে হতো এই ফোনের ভেতরই যেন আমার ভালবাসা লুকিয়ে আছে।যখন ইচ্ছা হয় মিস্টি করে কথা বলতে মিস কল দিতেই যেন মনে হয় ও প্রান্তে সে তার বাবার ফোন হাতে নিয়েই বসে আছে। মিস কল দিয়ে বসে আচি পড়ন্ত বিকালে খোলা আকাশের নিচে নির্জন একাকী কথা বলবো মোর প্রিয়তমার সাথে। অস্থীরতা যেন কাটছেই না ৩ টা মিস কল তো দেওয়াই হলো এক বার দিয়েছে আর ২ বার তো এখনোও দিল না। প্রায় ১০ মিনিট পর ২ টা মিস কল সাথে সাথেই কল করলাম। ওপাশ হতে রিসিভ করতেই বললাম এতখন লাগলো কেন কখন এসেছি কথা বলার জন্য ফোনটা নিয়ে, এখনই আমাকে খুজবে। ওপাশ থেকে আরে না পাগল তুমি জানো আমি ফোনটা চুরি করে এনে কথা বলছি। যখনই মিসকল দিছো আমি বুঝেছি তোমার কাছে ফোন তুমি কথা বলবে।কেমন আছ তুমি? আমি বললাম ভাল। একটা কথা আগেই বলে রাখি কল কেটে যাবে ১০ মিনিট হলে ৫০ টাকা ঢুকাইছি। ওপাশ থেকে এত টাকা ১০ মিনিট আজ! ও যে চমকে গেল। হুম আমি আজ ১০ মিনিট কতা বলবো। শালা ফোন কম্পানি ৫০ টাকায় যদি ১০০ মিনিট কতা বলতে দিতো তাহলে কত ভাল হতো তাই না। ওপাশ থেকে তাহলে তো তুমি আকাশের চাদ হাতে পেতে। হুম পেতাম। আচ্ছা আজ কি বলে ফোন এনেছ? বলেছি পড়া শোনার জন্য একটু কথা বলতে হবে তাই বলে ২০ টাকাও এনেচি কাছে ছিল ৩০ মোট ৫০ টাকা। ওপাশ হতে বাবা! আসলে মোবাইল কত সুন্দর তাই না! হুম তা না হলে কি আর প্রতিদিন এই মিস্টি কন্ঠের আওয়াজ টা কি আর শুনতে পেতাম। থাক আর পাম্প দিতে হবে না। তুমি আমাকে অনেক ভালবাসো তাই না! হুম অনেক অনেক --- আধার ঘরে একটি বাতি তুমি মোর, তোমার হাশিটুকু মুক্তার ঝিলিক! গোলাপ ভালবাসায় তাই তুমি থেক বেচে এ দু নয়ন মাঝে। ফোন পেয়ে দেখি তুমি কবি হয়ে গেছ। আকাশ সত্যি আমিও তোমাকে অনেক ভালবাসি আমার থেকেও বেশী। হুম আমাদের ভালবাসা থাকবে বেচে চিরদিন। একটা কথা বলবো! আমি হুম বলো হ্যালো হ্যালো! আজও কথাটা শুনতে পেলাম না মোবাইল টাও নাহ! টাকা শেষ হওয়ার সময় পেল না। আর যদি ২ মিনিট কথা বলতে পারতাম তাহলে ও কি বলবে জানতে পারতাম আবার কাল কখন কথা হবে কখন শুনবো। আর ভাল লাগে না ১ মিনিট কথা বলতে ৫ টাকা কাটে হয়ে এতে... …...... এই সেই স্মৃতি আফসোস লাগতো তখন মনে হনে হতো আর একটা মিনিট কেন কথা বলতে পারলাম না এই আফসোস থাকতো পুনরায় কথা বলা পযন্ত। খুব মনে পড়ে পুরানো সেই স্মৃতিচারণগুলো। মোঃ রায়হান সুলতান