By - Tarequl Shuvo

"আমাদের ভালোবাসার গল্প ও ভালোবাসার ভিশন" আমাদের ভালোবাসার গল্পটা ছিল একটু অন্যরকম। সালটা ছিল ২০১২। তখন নৌবাহিনী আবাসিকে থাকতাম। বিকেলে বন্ধুরা সবাই একসাথে ঘুরতাম পুরো আবাসিক এলাকা। হঠাৎ একদিন দেখা হয় কেয়ার সাথে। কেয়া আমাদের আবাসিকে নতুন এসেছে। সেই প্রথম দেখাতেই ভালো লাগা। তাই বন্ধুদের নিয়ে পরিকল্পনা করি কিভাবে কথা বলা যায়। কিছুদিন চেষ্টা করে ব্যর্থ হই। ভয়ে আর কথা বলা হয়ে উঠে না। তারপর ভাবলাম আর এভাবে হবে না তাই ফোন নাম্বার সংগ্রহ করার বুদ্ধি করি। তারপর কেয়ার এক বান্ধুবীর সহযোগিতায় ফোন নাম্বার পাই। তারপর একদিন কল করে পরিচয় দেই৷ সেও চিনতে পারে। এভাবে শুরু হয় আমাদের কথা বলা। কত যে রাত কাটিয়েছি ফোনে কথা বলে তা বলে শেষ হবে না।একে অপরের প্রতি এক অনরকম ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল। ফোনেই একদিন বলে দেই ভালোবাসি। আর সেই থেকে আজ পর্যন্ত আমরা আছি এক সাথে। আমাদের ৪ বছর সংসার জীবন চলছে। ভালোবাসা এমনই। ভালোবাসতে কোন দিবসের প্রয়োজন হয় না। প্রয়োজন নেই কোন দিন ক্ষণ ঠিক করার প্রতিদিনই ভালোবাসা যায়, প্রতিটি মুহূর্ত ভালোবাসা যায়। একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিতে চাই আজীবন। এটাই আমাদের ভালোবাসার ভিশন।