By - Bodiuzzaman Islam

ভালোবাসার আরেক নাম হচ্ছে আমার মা। মা আমাকে গর্ভ ধারণ করছে। সে অনেক কষ্ট করে আমাকে পৃথিবীর মুখ দেখায়ছে। মা আমাকে প্রথমে মা ডাক শিখায়ছে। তারপর ভাষায় কথা বলতে শিখায়ছে। ধীরে ধীরে তার ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে তুলেছে। ঘরে যখন এক মুঠো ভাত থাকে তখন মাকে বললে মা তুমি ভাত খাবে না, সে হাসি মুখে বলে বাবা তর আগে ভাত খেয়েছি, এখন আর আমার ক্ষুধা নায় তুই খেয়ে নে। জনম দুঃখীনি মাকে অনেক কষ্ট দেওয়ার পরও সন্তান কে কখনো অভিশাপ দেয় না। বরং সে বলে বাবা তুই সুখে থাক খুদা কাছে দোয়া করি। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অসীম যা লেখে শেষ করা যাবে না। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আল্লাহ এর কাছে দোয়া করি আমার আয়ু দিয়ে আমার মাকে বাচিয়ে রাখুক হাজার বছর, যেন মৃত্যুর শেষ মুহূর্তে আমার মাকে আমি দেখে যেতে পারি।মা তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি । মা তুমি আমার জান্নাত,মা তুমি ছাড়া আমার জীবন বরবাত, মা তুমি আমার আধার ঘরে আলো, তাই তো মা তোমাকে বাসি এত ভালো,মা তুমি আমাকে মা ডাক শিখায়ছো, আবার মানিক রতন বলে ডাক দিয়েছো, পৃথিবীর সকল মায়ের জন্য শুভ কামনা করি, আর সকল মায়ের প্রতি আমার ভালোবাসা রইল ।