আমার ভালোবাসা আমার বাবাজান । আমার বাবা পেশা হচ্ছে কৃষি । তিনি পরিবার প্রাধান মাধ্যম। তাকে ছাড়া আমাদের পরিবার অচল। তিনি পরিবারের সকল সদস্যদের ছোট ছোট ইচ্ছা গুলো পূরন করে। তিনি হাসি মুখে সবসময় বলে তোমাদের সকল আবদার আমি পূরণ করবো ইনশাল্লাহ। আবার তিনি আমাদের পড়াশোনার যাবতীয় বার বহন করে। তিনি রোদ, বৃষ্টি এবং ঝড় ভয় না করে নিভয়ে পরিবারের সকল সদস্যদের ইচ্ছা পূরণে কাজ করে মাঠে। তিনি পরিবারের সকল সদস্যদের উপর সবসময় ছায়া মতো হয়ে পাশে থাকে। বাবা যেমনই হোন, তিনি তাঁর সন্তানের কাছে আদর্শ, জীবনযুদ্ধের সত্যিকারের নায়ক। তবে সন্তানেরা কিন্তু গুরুগম্ভীর বাবাকেও বাবাকে ঠিকই ভালোবাসে। হয়তো মুখ ফুটে বলতে পারে না।বাবা তোমাকে অনেক ভালোবাসি যা তোমাকে বলে বুঝাতে পারবো না। পৃথিবীর সকল বাবার নামে বট গাছের প্রতি আমার ভালোবাসা রইল অবিরাম। বাবার দায়িত্ব কত্যর্ব অনেক যা বলে শেষ করা যাবে। লাভ ইউ বাবাজান।