ভালোবাসার গল্প সবার জীবনেই থাকে কারো একটু সুখ নয়ত একটু কষ্ট করে পাওয়া....... আমাদের গল্পটা একটু ভিন্ন........ আমার বিয়ে হয় ১২ বছর। আমাদের প্রথম দেখা হয় কোচিং এ পড়ার সময় আর তখন থেকে পরিচয় এবং প্রেম আর এর পরে পারিবারিক ভাবে ঠিক হয় বিয়ে ৬ মাস পর কিন্তু ঝামেলা হলো অন্য??? বিয়ের ঠিক ১৩ দিন আগে আমার প্রিয় মানুষটির এক মর্মান্তিক সরক দূর্ঘটনায় একটি পা ভেঙে যায় এবং তা ঠিক হওয়ার নয় এ নিয়ে পরিবারের সবাই মন খারাপ করে এবং ঠিক করে ওখানে বিয়ে দিবেনা। আমি নিজকে কোন ভাবে সামলাতে না পেরে ওর সাথে পালিয়ে গিয়ে পরিবারের অমতে বিয়ে করি প্রথম অবস্থায় ঝামেলা হলেও এখন সবাই মেনে নিয়েছে আর আমার প্রিয়তম এখন মোটামুটি স্বাভাবিক ভাবে হাটতে পারে।