By - Nusrat akter

গল্পের বইটা হাতে নিবো এমন সময় বয়ফ্রেন্ড কল দিয়ে বলল, ম্যাথটা করছিলা! মাঝেমাঝে মনে হয় এটা কি বয়ফ্রেন্ড নাকি ম্যাথ টিচার! আসলে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সাথে প্রেম করলে এমনই হয়। আমি হতোভম্ব হয়ে বললাম, হ্যাঁ করছি তো। কই দেখি ভিডিও কল দিতেছি আমি ওয়েট। কোনো প্রবলেম থাকলে সলভ করে দিবো এখনি। আমার তো এমবি নাই কল দিয়ে কি হবে! আচ্ছা আমি টাকা পাঠাচ্ছি এমবি কিনে ভিডিও কল দাও তুমি। কি ফ্যাসাদে পরলাম রে বাবা। বয়ফ্রেন্ড না যেনো আস্তো একটা লাইব্রেরি। সারাক্ষণ বই নিয়ে বসে থাকে।ম্যাথ তো করিই নাই কল দিলে দেখাবো কি! আমি বললাম, আমার ফোনে চার্জ নেই পরে কথা বলবো। আরে ম্যাথটা..... দিলাম কল কেটে। সকাল সকাল ঘুম থেকে উঠায় কল দিয়ে। এলার্ম দিয়ে রাখলেও আমি উঠতে পারিনা সেইজন্য। আরে উঠবো ভালো কথা নামাজটা পড়ে ঘুমায় যাই! তা না আটটা পর্যন্ত টেবিলে বসে থাকতে হবে।তাও আবার ভিডিও কল দিয়ে রাখবে নিজে পড়বে আর একটু পরপর দেখবে আমি পড়ছি কিনা। অসহ্য হয়ে বললাম, এটা কি কোনো রিলেশন নাকি টিউশনি! সে চশমাটা নাড়া দিয়ে বড় বড় চোখ করে বলল, কেনো কি হয়েছে? রাগান্বিত হয়ে বললাম, প্রেম করলে মানুষ ফোনে কথা বলে, গল্প করে, ঘুরতে যায় ,খেতে যায়। আর তুমি কি করতেছো এইগুলা!! ফোন দিয়ে একাউন্টিং বুঝাও ঘন্টার পর ঘন্টা এসব কি! সে বইয়ে মুখ গুজে বলল, এখন তো আমাদের পড়াশুনার সময়। আর আমি তো পড়াশুনার পরে পাঁচ মিনিট তোমার সাথে গল্প করি। রাগটাকে একটু কন্ট্রোল করে বললাম, পাঁচ মিনিটের মধ্যে তুমি বহু বার ম্যাথ নিয়ে আসো আর আমি রেগে গেলে অন্য কথা বলো। এই গুলোকে তুমি প্রেম বলবা! সে নিচু স্বরে বলল, শুনো ম্যাথ হচ্ছে দারুন একটা জিনিস যেটা একবার বুঝে গেলে তারপর আর তোমার বিরক্ত লাগবে না। এখনও বুঝতে পারো নি তাহলে চলো এবার একটু ফিন্যান্সটা বোঝাই। মাথাটা ভীষন ঘুরাচ্ছে পরে কল দিবো আমি। বান্ধবীকে এক্ষুনি সাবধান করতে হবে আর যাই করুক যেনো কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সাথে প্রেম না করে। জীবনটা ম্যাথের মতো প্যাঁচালো হয়ে গেলো আমার। পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট হাতে নিয়ে টানা ত্রিশ মিনিট কথা শোনালো। আমি ফার্স্ট ক্লাস পেলাম আর তুমি কি করলা এইটা! সারাদিন রাত পড়াশুনা করিয়ে কি শিখাইলাম তোমারে! মনে হচ্ছে যেনো আমি কোনো ম্যাথ টিচারের সামনে দাঁড়িয়ে আছি।একটুও মায়া নেই, ভালোবাসা নেই একটানা এভাবে বকে যাচ্ছে। কাঁদো কাঁদো গলায় বললাম, তুমি কি রোবট! তোমার মনে কি একটুও প্রেম নাই! দুনিয়ায় কি আর কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নেই নাকি একা তুমিই বিশ্ব জয় করে ফেলতেছো। সে মুখটা বেকিয়ে বলল, রেজাল্ট দেখো। রেজাল্টের দিকে তাকিয়ে দেখি আমিও ফার্স্ট ক্লাস পেয়েছি। এই হচ্ছে আমার ভালোবাসার গল্প।