By - tanzilakamalanika@gmail.com

সালটা ২০১৪ আমার আর ওর বাসা পাশাপাশি, ছোটকাল থেকে দেখা হতো হঠাৎ হঠাৎ। শুধু একবার আমার জানালা দিয়ে একটা নৌকা বানিয়ে দিয়েছিল এতোটুকুই ওর সাথে কথা । আমি ওর বাসায় 2 বার গিয়েছিলাম। কিন্তু ওর সাথে দেখা হয়নি । ওর মা আমাকে পছন্দ করছে তারপরে ওকে বললো।এক বিয়েতে ওর মা আমাকে দেখায়। তারপরেই আমাকে পছন্দ হয়ে যায়। কিন্তু মাকে সরাসরি বলে নাই। আরেকদিন দেখা হল আমি যখন কলেজ থেকে আসছি সে আমাকে কিছু বলবে কিন্তু বলতে পারেনি। আমার বাসা প্রস্তাব পাঠালো । বাসার সবাই রাজি কাভিন ও হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে কোনো কথা হয়নি। অনুষ্ঠান করে একবারে নিয়ে যাবে তাই কখনো ওদের বাসাতেও যাবনা এটাই ছিল সরতো। আমার বাসায় মাঝে মাঝেই আসতো কিন্তু হায় হ্যালো এরকমই কথা হতো। একদিন হঠাৎ আমার বার্থডের দিন। ফুলের তোড়া একটা লকেট আর পানির বোতল গিফট নিয়ে এসে আমাকে প্রপোজ করে। আর আমি তার উত্তর দেই ওর বার্থডের দিন ওর বাসায় সারপ্রাইজ হিসেবে যেয়ে। এটাই ছিল আমাদের বিয়ের পরের ভালোবাসা ❤️ আজ পর্যন্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মতই আছি ☺️ আলহামদুলিল্লাহ অনেক ভালোআছি।