যদি বলেন ভালোবাসার ভিশন হোলো প্রেমিক-প্রেমিকা, তাহলে সে হলো আমার স্ত্রী। আমাদের অ্যারেঞ্জড ম্যারেজ। বিয়ের আগে আমাদের মধ্যে জানাশোনা ছিলনা। শুধু বিয়ের তিনদিন আগে একবার দেখেছিলাম। তাও বন্ধু-বান্ধব বলছিলো, যাকে বিয়ে করবি তাকে অন্তত একবার দেখ। তাই দুইজন বন্ধু নিয়ে দেখতে গেছিলাম। যা দেখলাম ভালোই লাগলো। যাকে বলে প্রথম দেখায় প্রেম। যাইহোক বিয়ের দিন এলো। বিয়েটাও হলো। সেকি বিয়ের প্রায় এক সপ্তাহ হলো, আমাদের মাঝে এখনো কথাটা পযন্ত ঠিকমতো হয়নি। বিয়ের সপ্তাহ হচ্ছে, আমাদের মাঝে কথা হইনি, এনিয়ে টেনশনে ছিলাম। তাই মন স্থির করলাম আজ সব বিষয় নিয়ে আলোচনা করবো। যেই কথা সেই কাজ। রাতে খাওয়ার পর যেখন শুতে গেলাম ডেকে বললাম কি হয়েছে তোমার, আমার সাথে কথা বলতেছোনা কেনো। আমাকে তোমার কি পছন্দ হয়নি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এ কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বললো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এভাবেই আমার ভালোবাসার ভিশন শুরু হয়। এখন আমরা একে অপরকে ছাড়া থাকতে পারিনা। অবিরাম ছুটে চলছে আমাদের ভালোবাসার ভিশন।