আমার ভালোবাসার মানুষ আমার স্বামী।যাকে একদিনের দেখায় বিয়ে করার রিস্ক নিয়েছিলাম।সে শুধু বলেছিলো হয়ত অনেক টাকা পয়সা দিতে পারবোনা।কিন্তু আপনাকে হাসি খুশি রাখার চেষ্টা করবো।আলহামদুলিল্লাহ সে তার কথা রেখেছে। বিয়ের ৫ বছর হতে চলেছে আমার সব ছোট ছোট ইচ্ছেগুলো পূরনের চেষ্টা করে।আমাদের ছোট একটি রাজপুত্র আছে। সুখে শান্তিতেই যাচ্ছে দিন