“ভালবাসি.....ভালবাসি....এই সুরে কাছে দুরে জলে-স্থলে বাজায়...বাজায় বাঁশি...ভালবাসি....ভালবাসি.....কারণ ভালবাসার বীজ বপন থেকে শুরু করে তিল তিল করে ভালবাসার সার, পানি, আলো দিয়ে রীতিমত ভালবাসার তরু রচনা....২০০৮ সাল...এর আগে ২০০১...তারপর আজ অবধি ২০২১ সাল..সমীকরণ টি খুব জটিল লাগছে..?২০০৮ সালে ভালবেসে বিয়ে তার আগে সুদুর ২০২২ অর্থাৎ আজ থেকে এক যুগ ৯ বছর আগে যে ভালবাসার শুরু ..সেই শুরুর রেশ আজ ২০২২ সাল অবধি ঠিক একই ধারায় অবিচল... মান্না দের বিখ্যাত গান 'তুমি কি সেই আগের মতই আছো নাকি অনেক বদলে গেছ খুব জানতে ইচ্ছে করে' সত্যি বলতে কি গানের এ লাইন দুটি আমার ক্ষেত্রে বেমানান কারণ যে ভালবাসার দীপ্ত শপথে শুরু হয়েছিল আমার যাত্রা দীর্ঘ ২১ বছরেও সে যাত্রায় তিল পরিমান ছেদ পড়েনি, তাই 'কফি হাউসের সেই আড্ডা টা আজ আর না থাকলেও' আমার হৃদয়ে ওর প্রতি ভালবাসার চিলেকোঠা আজও অক্ষত, যে চিলেকোঠায় আমৃত্যু ওর প্রতি নিমন্ত্রণ ‘এসো হে প্রিয়তম’, আমার হৃদয়ের চিলেকোঠায় ভালবাসার কালজয়ী আলাপনে যুগ যুগ রজনীর সাক্ষী হয়ে থাকি আমরা ভালবাসার এ দু সারথী.......”