By - Sumon gazi

আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেক ভালোবাসি,কারন সে আমার প্রতিটি ,সুখে,দুঃখে সে সব সময় ছায়ার মতো আমার পাশে থাকে।আমি সারাদিন অফিসে থাকি আর সে আমার পরিবারটিকে সবসময় নিজের বাবা মায়ের মতো ভালোবাসে যত্ন নেয়।আর এই জন্যই সে আমার কাছে খুবই ইস্পেশাল।