আমি যাকে ভালোবাসি তার নাম ইরা ইসলাম। আমাদের স্বচ্ছ ভালোবাসার বয়স প্রায় সাত বছর এর মতো। এতদিনে আমরা শুধুমাত্র ফোনে কথা বলেছি অথবা কখনো ভিডিও কলে কথা বলেছি। আমরা এখন পর্যন্ত সরাসরি দেখা করিনি। তবে ইচ্ছা আছে খুবই দ্রুত দুজন দেখা করবো। আমার ভালোবাসার ভিশন খুবই সোজা। আমি আমার প্রিয় মানুষটিকে বিয়ে করে সারাজীবন এর জন্য আমার করে নিতে চাই। আমি তাকে সত্যিই ভালোবাসি এইজন্য কখনোই বিয়ে ছাড়া অন্য কিছু ভাবিনা। সেও আমাকে খুবই ভালোবাসে। তার কথা হচ্ছে তাকে প্রচুর ভালোবাসতে হবে, সরকারি চাকুরি বা প্রচুর টাকা পয়সা থাকতে হবে এরকম কোন কথা কখনোই সে বলেনা। তার কথা ভালোবাসা বেশি হলে অল্প টাকাতেও সুখি থাকা যাবে। এইজন্যই আমাদের দুজনের ভিশন হচ্ছে দুজন বিয়ে করে সারাজীবন একসাথে থাকা। এবং শুদ্ধতম ভালোবাসা উপভোগ করা। ধন্যবাদ।