By - মোঃ সেলিম রেজা

মনা... কেমন আছো? নিশ্চয়ই ভালো নেই। মনে আছে তোমার ফাগুনের আগুন ঝরা এক বিকেলে তোমাকে বুনোফুল দিয়ে বলেছিলাম ভালবাসি।সেই যে ইট পাথরের শহর যার প্রতিটি কোণে তোমার আমার ভালবাসার পদচিহ্ন যা এখনো কথা কয়। বিশ্বাস কর সেই ফুচকাওয়ালা মামার ফুচকা তারপর থেকে আর কখনোই খাওয়া হয়নি কারনটাতো তোমার জানা। একসাথে হাঁটতে হাঁটতে যখন তোমার গন্তব্যস্থলের দিকে যেতাম তখন দুইপা আর সামনের দিকে অগ্রসর হতো না,সেই বকুলতলার কথা মনে আছে তোমার প্রতিটি সন্ধ্যায় যেখানে দুজন দাড়িয়ে খানিকসময় পার করতাম বাসের অপেক্ষায়। কিংবা কালবৈশাখী ঝর বৃষ্টির রাত সবসময়। অগণিত মানুষের ভিড় সবসময় লেগে থাকতো,সেখানেই দুজনের চোঁখে মুখে লেগে থাকতো ভালবাসার আহ্লাদ। বিশ্বাস কর এখন কিন্তু লজ্জা লাগছে সত্যিই। টকটকে লালগোলাপ বছর খানেক পরে যখন তুমি দেখিয়ে বললে, দেখেছো এটাই ভালবাসা <3 <3 <3 । হয়তো শুকিয়ে গেছে। রেস্তোরাঁর সেই ছোট ছোট ট্রিট দুষ্টুমির ছলে টেবিলে পানি ঢেলে দেওয়া,সত্যিই ভুলবার নয়। আমার রুক্ষ কথা আর হিংস্র আচরনে যখন তোমার দুচোখ বয়ে অশ্রু ঝরছিল, সে অশ্রু ঝরার দৃশ্য অন্যরকম জানি না আর কখনও কারো চোখের অশ্রু সেভাবে দেখা হবে কি না। কারো আনন্দে নিজের সবটুক সময় উৎসর্গ করা। মহুয়া মনে আছে তোমার তুমি আমাকে প্রশ্ন করেছিলে,কেমন ভালবাস আমায়? বলেছিলাম আমার সমস্ত সত্বা দিয়ে। হ্যাঁ তাই। বিরতির প্রয়োজন ছিল না কিন্তু কি জানি হয়ে গেল। যখন ফিরতে চাইলে তখন অনেক দেরি হয়েছিলো। ভালবাসা ভাল থাক - ভালবাসার মানুষটিও।