By - Sunjida forhad

--আমসি কথন--- আমসি , শুরুতেই হয়তো একটু খটকা লাগবে এই নামশুনে।যখন আমাদের প্রেম হয়নি, যখন ভালোবাসা কিংবা ভিশন এই দুটো শব্দের মানেও বুঝতাম না, যখন আমরা বহু পুরনো বাংলা সিনেমার নায়ক নায়িকার মতো শত্তুর ছিলাম,তখন ক্লাস এইটের কোচিং ক্লাসে এত্ত সাদা, লম্বা লিকলিকে ছেলেটাকে প্রথম দেখে আমার কেনো জানি এই নামটিই মাথায় এসেছিলো।কে জানতো এই আমসিই একদিন আমার মন রাজ্যের রাজা হবে, আমাদের সাদা তুলতুলে পরী বাচচাটার বাবা হবে আর হবে আমার রঙিন জীবনের রঙিন ভিশন। অনেক পরিবর্তন হয়েছে আমাদের দুজনের গল্প রাজ্যের ভিশনে।সে শএু থেকে বন্ধু, তারপর বর আর পরিশেষে আমার পরীবাচচার বাবা হয়েছে।আল্লাহ চাইলে আমাদের জীবনের ভিশন হচ্ছে যে, আরো কয়েক যুগ কাটিয়ে বৃদ্ধ বয়সে একসাথে বসে জীবনসায়াহ্নের শেষ সূর্যটাও দেখবো।কিন্তু সে এখনো সেই মুখপোড়াটাই হয়ে রইলো।ভালোবাসাটা শুধু অনুভব করাবে,মুখ ফুটে তার লক্ষীকে ভালোবাসার কথা বলবে না। আমার যে খুব ইচ্ছে করে যে, সে তার পুরনো ভালোবাসার ভিশন বদলে, আমার হাতটি ধরে, দু-চোখে চোখ রেখে বলবে, না বলা ভালোবাসার শতলক্ষ গল্প। এই ভালোবাসার দিনে তার সমীপে রইলো আমার এই আশার নিবেদন।