আমার ভালোবাসার গল্পটি ছিল একটু অন্যরকম lআমি তেমন ভালবাসায় বিশ্বাস করতাম না lতাই কোন ছেলেকে পাত্তা দিতাম নাlএকদিন কোচিং থেকে ফেরার সময় মা বলল চল সামনে আমার এক বান্ধবীর বাসাএকটু ঘুরে আসিl যথারীতি গেলাম কিছুক্ষণ পর তাদের বাসায় কলিং বেল বাজলlতখন তার মা আর আমার মা কথা বলায় ব্যস্ত থাকায় দরজাটা আমি খুলিlদরজা খুলতেই সেই প্রথম তার সাথে চোখে চোখ পড়াlপ্রথম দেখায় সে প্রেমে পড়েlওই ভালবাসার প্রতি অনীহা থাকার কারণে আমি আর পাত্তা দেইনিlএভাবে সবকিছু ভুলে চলে গেল দুই বছরlএকদিন হঠাৎ তার মা এসে বিয়ের প্রস্তাব দেয়lএবং আমার নাম্বার নেয়lআমি তখন রাজি হইনিl একদিন সে আমাকে কল দেয় এবং আমাদের কথা হয়lএভাবে কথা বলতে বলতে আস্তে আস্তে আমি তার প্রেমে পড়িlএক14 ই ফেব্রুয়ারি রাতে সে আমার বাড়ির সামনে এসে ফোন দিয়ে বলে নিচে আসlনিচে এসে দেখি সে হাঁটু গেড়ে ফুল আর কিছু উপহার দিয়ে বলছিল ভালোবাসিlআমিও সেদিন বলে দিয়েছিলাম আমিও তোমায় খুব ভালোবাসিlএরপরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইlআলহামদুলিল্লাহ এখন আমাদের বিয়ের আট বছর চলেlএভাবে সুখে দুখে বাকি দিনগুলো তার সাথে কাটিয়ে দিতে চাইl