By - Nilufer Yasmin

❤️ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো মনেরও মন্দিরে ❤️ সকলের জীবনের ভালোবাসা নামক শব্দটি আসবেই কারো বিয়ের আগে আর কারো বিয়ের পরে। আমার ভালোবাসার যাত্রা টা শুরু হয় অবশ্য বিয়ের আগেই পাঁচ বছর প্রেমের পর বিয়ে ২৩ বছর ধরে একে অপরকে ভালোবেসে সুখে-দুখে একসাথে আছি। থাকতে চাই সারা জীবন,। জীবনে ভেবেছিলাম প্রেম করবো না কিন্তু অনার্স প্রথম বর্ষে গিয়ে অবশেষে প্রেমে পড়লাম বাগেরহাটের ছেলের। আমি বরিশালের মেয়ে, ওর কথাগুলো আমার এত ভাল লাগত কারণ সে গুছিয়ে সুন্দর করে কথা বলে আর কথা শুনেই মূলত আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। এখনো অবশ্য ভালো লাগে তার কথা তবে দু এক সময় বাদে, আমার বাসা থেকে অবশ্য আমার মা ছাড়া আর কেউ এই বিয়েতে রাজি ছিল না, অনেক কষ্টে আমার বাবা চাচা সবাইকে রাজি করাতে হয়েছে। আমার ছোট চাচা ছিল আমার বন্ধুর মতো উনি বলেছিলেন তোর বিয়ের পাঁচ বছরও টিকবে না, যখন পাঁচ বছর হয় আমি ঠিকই আমার চাচাকে ফোন দিয়ে বলেছিলাম পাঁচ বছর কিন্তু হয়ে গিয়েছে।আজ আমার সেই বাবা চাচারা এখন বাবু ছাড়া কিছুই বোঝে না। বাবু মানে আমার ভালোবাসার মানুষটির নাম, আমরা ৫ বোন ভাই নাই আমিই বড়। আমাদের চার বোনের বিয়ে হয়ে গিয়েছে। এই ৪ জামাইয়ের ভেতর আমার বাবা কিন্তু সব থেকে বাবুকে পছন্দ করতেন । গত ১৭ জুলাই আমার বাবা ইন্তেকাল করেন। ডেঙ্গু জ্বর হয়ে, মৃত্যুর আগ পর্যন্ত তার মুখে শুধু একটাই নামছিল বাবু। তিনি ওকে নিজের ছেলের মতো ভালোবেসে ছিলেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন ব্বেহেশ্ত নসিব হন। আর আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন সংসার জীবনে সুখে থাকি।অবশ্য এখনো সুখে আছি,বাবুকে নিয়ে আমার শেষ একটি কথা লিখে আমার ভালোবাসার গল্পটা শেষ করব। প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই।Vision কে অনেক অনেক ধন্যবাদ। কারন কিছুখনের জন্য হলেও আমি আবার আমার আগের জগতে ফিরে গিয়েছিলাম। যখন গল্পটা লিখছিলাম তখন আমার মন টা অনেক ভাল লেগেছিল। মাঝখানে চোখের কয়েক ফোটা পানিও পরছিল যখন বাবা কে নিয়ে লিখছিলাম। কারন আমি আমার বাবাকেও অনেক অনেক ভালবাসতাম। ❤️ ভাল থাকুক সকল ভালবাসার মানুষগুলো ❤️