By - nadir hossain

আমার ভালোবাসাটা ছিলো একটু অন্যরকম তাকে প্রচন্ড ভালবাসতাম লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে আমার ভালোবাসাটা ঠিক তেমনি ছোটবোনের স্কুলে গিয়েছিলাম তাদের পিকনিকের ছবি তুলতে ছবি তোলার আগে আমি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছি হঠাৎ চোখ চলে যায় পাশের বাড়ির ছাদে দেখি একটি মেয়ে অপলক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে প্রথম দেখায় আমি চোখ নামিয়ে নিলেও পরবর্তী এবার চোখ তুলে দেখি মেয়েটির ঠিক সেভাবেই আমার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে এখান থেকেই শুরু এরপর প্রতিদিন বিকেলবেলা তার বাড়ির পাশে যে হাটাহাটি করতাম স্কুলে যাওয়ার পথে অপেক্ষা করতাম কখন সে ফিরবে প্রাইভেটের সময় অপেক্ষা করতাম এই পথে যখন সে আবার ফিরে আসবে এভাবে চলতে থাকে অনেকদিন তারপর একদিন বুকে সাহস নিয়ে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালাম দাড়িয়ে বললাম তোমাকে ভালোবাসি প্রচন্ড ভালোবাসি এরপর থেকেই দুজনের হৃদয়ের আদান-প্রদান শুরু দিন গড়িয়ে হঠাৎ একদিন চরম বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিল আমাদের ভালোবাসা মেয়েটি বলল আমার বাড়ি থেকে বিয়ের জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে চল আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি সে সময় আমি ছিলাম বেকার বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা শেষ হয়নি আমি তার সামনে কিছু বলতে পারিনি শুধু সময় চেয়েছিলাম এরপর কঠিন বাস্তবতায় তাকে আমি হারিয়ে ফেলি আসলে হারিয়ে দেখতে চাইনি পরম বাস্তবতায় আমি সরে এসেছি কেননা আমি চেয়েছি আমার ভালোলাগা ভালোবাসার প্রিয় মানুষটি সুখে থাক আমার ভালোবাসার ভীষণ ছিল যাকে ভালোবাসবো অনেক কিছুর বিনিময়ে তাকে সুখে রাখবো তাই সত্যি কারের ভালোবাসা জলাঞ্জলি দিয়ে আমি তাকে চিরদিনের জন্য সুখে রাখার চেষ্টা করেছি আজও তার জন্য আমার মন কাঁদে কিন্তু যখন দেখি আমার এই কঠিন জীবনে তাকে আবদ্ধ না করে তাকে একটা সুন্দর জীবন ত্যাগের মাধ্যমে উপহার দিতে পেরেছি এটাই আমার কাছে চরম পাওয়া কার আমার ভালোবাসা এখন যে সুখে আছে হয়তো আমার কাছে থাকলে অতটা সুখে থাকতে পারত না তাকে মিস করি সব সময় এখনো তাকে ভালোবাসি কিন্তু আমার এই ছোট্ট ত্যাগের বিনিময় শেয়ার পরম সুখে আছে এটাই আমার ভালোবাসার চরম সুখ