সময়টা ছিল ২০০৭ সাল। মফস্বল থেকে স্কুলের পাঠ চুকিয়ে ঢাকায় একটা প্রাইভেট কলেজে ভর্তি হয়েছি। ঢাকায় নতুন, তাই ঠাই নিতে হয়েছিল কলেজ হোস্টেলে। কলেজে ক্লাস করতাম, অবসর সময়ে হোস্টেলে গল্পের বই আর লুকিয়ে যে মোবাইল ফোনটা ব্যবহার করতাম সেটাতে এফএম রেডিও শুনে সময় কাটতো।গল্পের বই বলতে তখন তিন গোয়েন্দা পড়ার নেশাটা ছিল চরমে। তিন গোয়েন্দার ১ থেকে ১০২ ভলিউম পর্যন্ত সংগ্রহে ছিল আর নতুন বই বের হওয়ার সাথে সাথে কিনে পড়া শুরু করতাম। আমার ভালোবাসার গল্পটা শুরু এই তিন গোয়েন্দা বই এর মাধ্যমেই। তখন তিন গোয়েন্দায় চিঠি পাঠানো যেত। সেবা প্রকাশনীর ঠিকানায় চিঠি পাঠালে যার লেখাটা ভালো হতো নতুন ভলিউমের পেছনে সেটা ছাপানো হতো নাম-ফোন নম্বরসহ। একদিন আমিও চিঠি লিখলাম কিন্তু ছদ্মনামে এবং সেই চিঠিটা ছাপানো হলো ফোন নম্বরসহ তিন গোয়েন্দার ভলিউম ১০৩ এ। একদিন বিকেলে আনমনে বই পড়ছি হঠাৎ মোবাইলে একটা এসএমএস আসলো ‘তুমি আমার বন্ধু হবে?, সাহানা’! সেই থেকে শুরু এসএমএস চালাচালি তারপর একটু একটু ফোনে কথা এবং সব শেষে প্রেম। কাছে ছিলো নোকিয়া ১১১০ মডেলের সেট। আমার পৃথিবীটা ও । রিলেসানটা ছিলো এমন যারমধ্যে হাসিকান্না সুখদুঃখ মিলে শুরু হয়েছিল | চোখের আড়াল হলেও আমি তোমার আছি সারাক্ষন, অনেক অনেক ভালোবাসি তোমায় আমার মন। কখনো ভাবিও নি তোমার মত এক রাজকন্যার সাথে হাত ধরে চলার কথা লেখা আছে কপালে। তোমার আমার শুরুটা যাতে কখনো শেষ না হয়, শেষ না হয় ভালোবাসার রঙে রাঙানো মুহুর্তগুলো। হাজার বছর বাচতে চাই তোমার হাত ধরে। ভালোবাসি খুব বেশী |