আমার প্রথম প্রেম প্রথম প্রেম" মানেই কি স্পেশ্যাল কিছু? আমার প্রেমটি ছিলো যখন স্কুলে পড়তাম। সেসময় ছিলো লাইফের কি একটা এক্সাইটেড মোমেন্ট।ইশারায় কথা বলা,দেখা হবার পর হাতটা ধরবে নাকি ধরবে না সেই ভেবেও দিশেহারা। সে যুগে লুকানো চিঠি আর এ যুগে একের পর একেক কি এক টান সৃষ্টি করা টেক্সটের রেলগাড়ি।কখনো ম্যাসেঞ্জারে অডিও কল।বাড়ির লোকেদের না জানিয়ে লুকিয়ে দেখা করা।প্রথম দেয়া ফুলটা কিংবা উপহারটাকে যত্ন ভরে রেখে দেয়া,বার বার খুলে দেখা।রাত জেগে বার্তা চালাচালি ।মূলত এগুলোই চললো।তারপর হঠাৎ একদিন কিভাবে যেন বাসার সবাই যেনে গেল। বাসার কেউ রাজি না পড়লেখা বন্ধ করেদিতে চাইল, অন্য স্কুলে ভর্তি করে দিল।তারপর থেকে আর কখনও দেখা হয়নি কিন্তু ওর কথা কখনও ভুলতে পারিনি। সবসময় মনে হত সেই আমার জন্য সঠিক ছিল। আসতে আসতে অনেক দিন পার হয়ে গেল। হঠাৎ একদিন তার সাথে দেখা। কথা হল ওর নাম্বার টা দিল। কি করবো ঠিক বুঝতে পারছিনা। কল দিলাম আবার আমাদের মধ্যে কথা শুরুহল।সেই ছোটবেলায় প্রেমরটা ছিল আবেগের কিন্তু এখন অনেক কিছুই বদলেছে। একন প্রেমের সঠিক সংঙ্গা বুঝেছি। যে আপনার চাওয়া পাওয়ার মূল্য দেয়,যে মানুষটি সারাক্ষন আপনাকে ঘিরেই বেঁচে থাকতে চায়,আপনার মন খারাপে যে আপনার মুখ দেখেই টের পেয়ে যায়,যার প্রতি কাপ চায়ের চুমুকেও আপনাকেই মিস করা হয় সেই তো আপনার জীবনে স্পেশ্যাল। আপনি উভয়ের কাছেই নিজের সেইম মেন্টালিটি জাহীর করে সেইম এটিচ্যুড আশা করবেন।যে বর্তমানে আছে, আপনার পাশে থেকে আপনার বেঁচে থাকবার প্রেরণা যোগাচ্ছে সেই আপনার লাইফে স্পেশ্যাল। আর আমার জীবনে তার গুরুত্ব অনেক। তাই পরিবারের কাছে এবার আমি নিজেই সব বলেদিলাম। সবাই কে রাজি করলাম । দুই পক্ষ থেকে বিয়ের সম্মতি আসলো। দিন তারিখ দেখে আমাদের বিয়ে সম্পন্ন হলো এখন আমরা একে অপরের সংঙ্গি।