By - Sumy sumy

"আমাদের ভালোবাসার গল্পটা আমার স্মামীর লেখা" আমাদের ভালোবাসা শুরু হয়েছিল ২০১৬ সালে সে ছিলো আমার খালাতো বোন আমি আগে বেশি যেতাম না ওদের বাসায় একদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ওদের বাসায় তারপর দেখলাম মায়াবী একটা ছোট্ট মেয়ে। চুপচাপ, ভালোই লাগলো, পরের দিন আমার ভাগনীকে পাঠালাম ওর কাছে আমি ওকে ভালোবাসি এটা বলার জন্য। তারপর আমার ভাগনী এসে বলল মামা আন্টি না করে দিছে তোমাকে ভালোবাসে না। আমার খুব রাগ উঠলো আমি মনে মনে বললাম আমি ওকে রাজি করাবোই। তারপর আমি ওইদিন সাথে সাথে চলে আসলাম বাসায় । তারপর আমি আমার ভাগ্নিদের ফোনে কল দিলাম তারপর ওকে ডেকে আনলো কথা বললাম ও ছোট ছিলো মাএ ক্লাস নাইনে পড়তো। এভাবেই কিছুদিন কথা বললাম। তারপর ও ওর আম্মুর ফোন দিয়ে মিসকল দিতো আমি বেক করতাম। এভাবেই শুরু হয়ে গেছে আমাদের ভালোবাসা। তারপর আমি ওকে বলেছিলাম যখনি সময় পাবে যেকোনো নামবার থেকে আমাকে শুধু মিসকল দিবে তাহলেই আমি বুঝবো তুমি। ও সেটাই করতো। আমার মাসে ১৬০০ টাকা লাগতো।। তারপর ওদের বাসায় গেলে ও আমাকে আর চোখে দেখতো আমিও। কিছুদিন পরেই ওর মা বাবা বুঝতে পারে তারপর ওকে অনেক মারে। তারপর আমাদের কথা বন্ধ হয়ে যায় কিছুদিন। তারপর আমি ওকে একটা ফোন কিনে দেই ও লুকিয়ে চালায় রাতে ১০ টা থেকে একদম ফজর অবধি কথা বলতাম। এভাবে কেটে গেছে আমাদের ভালোবাসা । ওর মা রাগে ফোন ভেঙে ফেলছিলো তারপর আমি আবার আরেকটা ফোন কিনে দিছি। ওর বাসা থেকে রাজি না আমার বাসায় মা রাজি বাবা না। তারপর ও ঘুমের ঔষধ খেলো আমার জন্য একবার না দুই দুইবার তারপর আর কি করবে ওর মা বাবা বিয়ের জন্য রাজি হলো। এখন আমাদের বিয়ের দুই বছর হলো আমরা খুব ভালো আছি।। ভালোবাসার ৬ বছর সবাই দোয়া করবেন আমাদের জন্য।