By - Shampa Ghosh

আমার কাছে" ভালোবাসা "শব্দটি আবেগ, অনুভূতি,শ্রদ্ধা ও মায়ার সংমিশ্রণে গঠিত হয়েছে। ভালোবাসা এমন একটি মায়ার বাঁধন যা মানুষকে পৃথিবীতে সুন্দর ভাবে বেঁচে থাকতে সাহায্য করে। আবার ভালোবাসা যে শুধু মানুষে মানুষে হবে এমন নয়। ভালোবাসা হতে পারে গাছ , ফুল,পশু-পাখি অথবা যেকোনো জিনিসের প্রতি। ভালোবাসা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। আমাদের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে বেষ্টিত। এজন্য আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসি। জীবনের অপর নাম ভালোবাসা।।