By - Md Sumon khan

আমি আছি ততোদিন তুমি রবে যতদিন স্বপ্ন যাবে তত দূর তুমি নিবে যতদূর। প্রিয়তমা ও প্রিয়তমা আমায় ছেড়ে যেও না বৃথা কষ্ট দিও না স্বপ্নটা ভাঙিও না। আমি যখন ঘুমিয়ে থাকি স্বপ্নে শুধু তোমায় দেখি আমি যখন জেগে থাকি কল্পনাতে তোমায় খুজি। দূরে তাই যেও না দূরত্ব বাড়িয়ে আমাকে ছাড়িয়ে আমারই জীবন থেকে স্বপ্নগুলো রেখে। স্বপ্নগুলো স্বপ্নই রবে নাকি আমার জীবনে তা সত্যি হবেতোমায় নিয়ে জল্পনা কল্পনা ভালবাসি তোমায় অল্পনা (কম নয়) করকি আমার সাথে ছলনা হে ললনা বলনা তোমায় কি ভালবাসবো না? ধোঁকা দিবে কিনা জানিনা । ভালবাসার দিও প্রতিদান করনা কখনো অভিমান, ভালবাসা নয় কোন খেলা করবে যে তুমি হেলা ভালবাসি তোমায় দিয়ে মন রেখ প্রিয়া ভালবাসার মান। ★★★★★ একদিন শান্ত সকালে স্কুলের কোলাহলে নিতান্তই খেলাচ্ছলে দিয়েছিলো সে প্রস্তাব অবাক নয়নে চেয়ে থাকলাম ক্রোধে ফেটে পড়লাম নিজেকে বললাম আমি কি প্রেমে পড়লাম অবশেষে বুঝলাম মনে মনে হাসলাম নিজেকে বোঝালাম তারই মাঝে হারালাম আজ আমি চেয়ে থাকি মনে মনে শুধু ভাবি সে আবার আসবে নাকি বলতে আমায় ভালোবাসি । ★★★★★ আমি জানি, তুমি ভালোবাসো তেমন করে মরুর বুকে যে তৃষ্ণার্ত খুঁজে পায় কাঙ্ক্ষিত পানির দেখা আমি জানি, আমি জানি তুমি ভালোবাসো। কিন্তু আবার ভাবি, যদি সবগুলো তারা খসে পড়ে, কিংবা মনে কর সব শুকিয়ে গেল, পথিক হারাল না তার পথ। তারপর…??? তারপরও আমি জানি, আমি জানি তুমি ভালোবাসো তেমন করে, আমি ভালবাসি তোমায় যেমন করে।