By - Jony Shahidul

ইচ্ছাশক্তি থাকলে আর চাওয়া টা নিখাদ থাকলে যেকোনো জিনিস পাওয়া সম্ভব। যেকোনো কাজের নিয়ত টা পবিত্র থাকলে আল্লাহ তায়ালা অবশ্যই তা দেন।"এক পলকেই ভালোবাসা‌" আমার প্রিয় জনের সাথে প্রথম দেখা হয়েছিল ১১ই মে, ২০১৪ সালে সকাল সাড়ে ছয়টার পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে। প্রতিদিনের মত সেদিন‌ও সকালে আমি অফিসে যাওয়ার জন্য ট্রেনে উঠি । কমলাপুর থেকে উত্তরা স্টেশন। দৌড়ে গিয়ে উঠে সামনে সিট পেয়ে বসে পড়ি এবং কীভাবে যেনো চোখ লেগে যায়। প্রতিদিন ই এমন হতো ৩০ মিনিট ঘুমিয়ে উঠতাম কারন ঐ বগির ভাইয়াটা আমাকে চিনতো উত্তরা আসলেই সে আমাকে ডেকে দিতো । সেদিন ও উত্তরা স্টেশনে আসার পর বাঁশি বাজার শব্দে ঘুম ভেঙ্গে গেল, হঠাৎ চোখ খুলে দেখি একটি ছেলে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। আমি ও কেমন জানি হতভম্ব হয়ে গেলাম আমি একটু রাগ হয়ে বললাম এভাবে তাকিয়ে আছেন কেনো, সে কিছুই বললো না শুধু তাকিয়ে ছিলো তখনই বগির ভাইয়াটা এসে বললেন আপু আপনি এই ভাইয়ার সিটে বসে ঘুমায় পড়ছিলেন আমি ডাক দিতে চাইছি পড়ে ভাইয়া বললো থাক না উনাকে ডিস্টার্ব করবেন না আমি দাঁড়িয়ে থাকি। এরপর মহাশয় টানা এক সপ্তাহ সকল ছয়টার দিকে পারাবত এক্সপ্রেস এর সামনে দাঁড়িয়ে থাকে আমাকে দেখবে বলে। কিন্তু সে আর আমার দেখা পায় না কারন আমার রোস্টার ডিউটি ছিল সেদিন ছিল সকালে ডিউটির শেষ দিন আবার এক সপ্তাহ পর সকালে ডিউটি। বেচারা আট দিন অপেক্ষার পর আমার দেখা পায় দেখে সে মনখুলে একটা হাঁসি দিল এবং হাঁসি দিয়ে বলল এতদিন কোথায় ছিলেন। এরপর আর তার আমার জন্য অপেক্ষা করতে হয় নি । আমার ট্রেন যাত্রার অন্যতম সাথী হয়ে গেলেন সে। এরপর জীবন সাথী। সেই যে আট বছর আগে বেচারা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ছিলো এখনো সে মাঝে মাঝে ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে থাকে। আর জিগ্গেস করলে বলে তোমাকে ঘুমের মধ্যে আরো বেশি ভালো লাগে তাই তোমাকে আমি ডাক দেই না যদি এই শান্তির ঘুমটা ভেঙে যায়। চোখের পলকে তাকে বন্দী করে আজীবন বেঁধে রেখেছি ভালোবাসার ফ্রেমে ❤️