ভুল ভালোবাসা পাথরের বুকে বৃক্ষ বুনিলাম ফুটাবো ফুল তাই কখনো ভাবিনি পাথরের বুকে জৈব যৌগ নাই স্বপ্ন বুনিলাম মরুর বুকে জল পাইবার আশে ভাবিনি তো আমি তপ্ত মরু আষাঢ় শ্রাবণ মাসে জোছনা খুঁজিলাম রাত্রি কালে বুঝিনি আমাবস্যা আঁধার আরো হইলো গাঢ় বৃথা এ তপস্যা তুফানে নাও বাইবার আশে নাও ভাসাইলাম জলে ভাবিনি কখনো উঠেনা তুফান ডোবার বদ্ধ জলে