By - সারিয়া জাবিন

ভালোবাসা মানে তুমি আছো তুমি পাশে থাকবে। আমরা সবসময় চাই আমাদের প্রিয় মানুষটিকে কিছু আকর্ষণীয় কথার ধারা ভালোবাসা হলো বেঁচে থাকার আশায় বেঁচে থাকা। যে বেঁচে থাকা আশা জাগায়,তার কাছে নিজেকে সঁপে দেওয়া। ভালোবাসা কোনো ওয়াদা রক্ষা নয়। ভালোবাসা হল কারু প্রতি বিশ্বস্ত থাকা। শুধু তাকেই ভালবাসি। এই বিশ্বাসে তার হাতটা ধরা।তাকে নিয়ে স্বপ্ন দেখা নয়,তার স্বপ্নগুলো পূরণ করা। মাইলের পর মাইল একসাথে হাটাচলা করা অথবা ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষার নাম ভালোবাসা নয়।হৃদয়ের সাথে মিশে থাকা, কারো অস্তিত্বের উপস্থিতিতে নিজের মাঝে ধারণ করা। মনের মাঝে স্বপ্ন সাজাই শুধু তোকে নিয়ে তোরে ছাড়া অবুঝ হৃদয় চলবে কি দিয়ে? তুমি আমার নয়নমণি অন্ধকারের আলো তুই ছাড়া এক মুহূর্ত লাগেনা যে ভালো।