By - Reshma Akter

দুজন দুজনকে বুঝতে পারা অনেক বড় বিষয়। আলহামদুলিল্লাহ! সেদিক থেকে আমরা লাকী। আমাদের এক ম্যারেজ ডের দিন আমার মনে ছিলো না। কিন্তু আমার হাসব্যান্ড এর ঠিকই মনে ছিলো। আমাকে হঠাৎ ফোন করে অফিসের সামনে আসতে বললো। আমি মনে করেছিলাম কি যেনো সমস্যা হয়েছে, তাই যেতে বলেছে। আমি গেলাম অফিসের নিচে দাঁড়াতেই দেখলাম এক গুচ্ছ গোলাপ ও একটি গিফট নিয়ে আমাকে চমকে দিয়ে উইশ করলো। আমি এই স্মৃতি আজও ভুলতে পারিনি। এখনো আমাকে নানাভাবে সবসময় সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। আগের মতো ভালোবাসা এখনো কাজ করে তার মধ্যে। আর আমি তা উপলব্ধি করি। তবে এবার আমার ভিশন হবে আমি আমাদের একটি পরিচিত রেস্টুরেন্টে আগেই সব প্রিপারেশন করে তাকে আসতে বলবো, এবং যেই টেবিল বুক করে রাখবো সেটি ফুল ও ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো থাকবে। আর তার পছন্দের সব খাবার টেবিলে সাজানো থাকবে। তাকে খুশি করাতে পারলে আমার মন ও প্রাণ দুটোই ভরে যাবে।