আমি মারিয়া হোসাইন মিহিকা। আমাদের ভালোবাসার গল্প টা খুবই আনন্দের এবং সত্যিকারের ভালোবাসার গল্প, আল্লাহ ভাগ্যে রাখলে কেউ ফিরাতে পারেনা। তানা হলে কি চেনা নেই জানা নেই। ভালোবাসা হয় নাকি। ২০১৫ দিকে নিউ আইডি খুলি, তেমন ধারণা নেই ফেসবুক সম্পর্কে, হঠাৎ একদিন এড ফ্রেন্ড দেখি, গন হারে এড করতাম তখন। তাকেও করি। তার নাম তানভীর হোসাইন হঠাত একদিন ম্যাসেজ দেয়,আমি ও ব্যাক ম্যাসেজ দেই। অনেক দিন কথা চলতে থাকে, তখনও একজন একজন কে দেখিনি। একদিন প্রপোজাল দিয়ে বসে। আমি ও হ্যাঁ বলে দেই, মনের মিল বলে কথা, একদিন দেখা করি। আর ফাইনাল ডিসিশন জানাই, যে আমরা বিয়ে করবো, আর পরিবার কে জানাই। পরিবার কে জানিয়ে, আমরা বিবাহিত জীবনে প্রবেশ করি, আলহামদুলিল্লাহ ৫ বছর চলছে, দুইটা বাবু আছে এক মেয়ে এক ছেলে, আলহামদুলিল্লাহ এইতো আমাদের ভিশন ভালোবাসার গল্প #valobasharvision