আমার ভালোবাসার ভিশন আমার স্বামী।তার সততা,দ্বায়িত্বশীলতা,আমার প্রতি তার কেয়ারিং সব কাজে আমাকে সাপোর্ট করা,আমাকে সব কাজে হেল্প করা,আমার স্বাধীনতায় হস্তক্ষেপ না করা, তার বন্ধুসুলভ আচরণ, হুটহাট প্লান ছাড়া কোথাও ঘুরতে যাওয়া,বিশেষ দিনে আমাকে সারপ্রাইজ দেওয়া এবং আমার প্রতি তার উজার করা ভালোবাসা আমাকে মুগ্ধ করে।অনেক ভালোবাসি তোমায়।তোমার প্রতি কতটা ভালোবাসা প্রকাশ করলে যথেষ্ট হবে, জানি না। তোমায় কতটা ভালোবাসি, তা হয়তো ‘ভালোবাসি’ কথাটা দিয়ে বোঝানো যাবে না। নিজেকে ভাগ্যবতী মনে হয়, তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি বলে। তুমি ঠিকই বলো, আমাদের শুরু আছে, কিন্তু শেষ নেই। সত্যিই, ভালোবাসা দিয়ে যে সাগর তুমি তৈরি করেছ আমার জীবনে, তার কোনো শেষই আমি দেখতে পাই না। শত ঝড়–ঝাপটাতেও আমাদের ভালোবাসা একটুও কমেনি। এভাবেই ভালোবেসো, ভালো রেখো আমায়। শুধু এতটুকুই বলব, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। ♦️জীবনে বাধাহীন এগিয়ে যাওয়ার পথে কাউকে না কাউকে প্রয়োজন হয়। আমি আমার সকল কাজে পাশে যাকে পেয়েছি সে হচ্ছে আমার বর।কোন কাজেই সে আমাকে বাধা দেয়নি।আমাকে এক আকাশ স্বাধীনতা দিয়েছে।এমনকি কোনো কাজে বাধা আসলেও সে পাশে থেকে সব বাধা-বিপত্তি দূর করে আমার সামনে চলার পথ কে করে দিয়েছে মসৃণ।বিয়ের পরে অনেক পরিবারেই বিবাহের বেড়াজালে আটকে অনেক মেয়েকেই তাদের স্বপ্ন বিসর্জন দিতে হয়।কিন্তু আমার ভালোবাসার মানুষটি আমার স্বপ্ন পূরনের জন্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে।প্রতিটি কাজে আমার পাশে থেকে সাহস যোগায়।সে আমার পাশে সবসময় এমন বন্ধুর মত আছে বলেই আমি এতটা নিশ্চিন্ত। তাকে এই পোস্টের মাধ্যমে সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানাতে চাই। "অনেক ধন্যবাদ তোমায় প্রিয়তম এতটা সাপোর্টিভ ও কেয়ারিং হবার জন্য। তুমি পাশে আছো বলেই আমি এতটা নিশ্চিন্ত। সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ না করে পারলাম না। অনেক ভালোবাসি তোমায়" Love u so much Dear Hubby..