By - Irfan Talukder

আমার ভালোবাসার ভিশন আমার স্ত্রী।জিবনে চলার পথে কাউকে না কাউকে খুবই দরকার হয়। তেমনি সেও আমার চলার পথ।-প্রিয় মানুষকে নিয়ে যতই লিখি ততই কম হবে।তবুও সে আমাদের প্রিয় মানুষ থাকে।যে পাশে থাকলে মন ভালো হয়ে যায়।যাকে মনে পড়লে ঠোটের মাঝে মনের অজান্তেই হাসি আসে।প্রিয়জনতো সে যাকে মন খুলে সব বলা যায়।ভালো থাকুক পৃথিবীর সকল প্রিয় মানুষ।যাদের নিয়ে আমাদের বেঁচে থাকা।যাদের ভালোবাসায় আমরা ভালো থাকি।যাদের হাসিমুখ দেখলে আমাদের মন ভালো হয়ে যায়। যাদের থাকা না থাকার মাঝে আনন্দ খুজে পাই।যাকে সবসময় পাশে চাই।যে সবসময় অনুভবে পাশে থাকে। যে কল্পনার সবসময় পাশে থাকে।যে আমার ভালোবাসা এবং ভালো লাগার খেয়াল রাখে❤️বিয়ের আগে আমি আমার প্রিয়তমাকে দেখেছিলাম না। আমার ভালোবাসার ভিশন আমার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসার এক মূর্ত প্রতিক। আমি খুব সৌভাগ্যবান আমি জীবনসঙ্গী হিসাবে যাকে পেয়েছি সে আমাকে যতো সাপোর্ট ও বোঝে আমি জানি না পৃথিবীতে আর কেউ এ সাপোর্ট পাই কিনা। যেকোনো পরস্থিতি মোকাবিলা করার জন্য সে সব সময় আমার পাশে থাকে। আজ ভ্যালেন্টাইন ডেতে আমার প্রিয়তমাকে জানাতে চাই আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার প্রতি কতটা ভালোবাসা প্রকাশ করলে যথেষ্ট হবে, জানি না। তোমায় কতটা ভালোবাসি, তা হয়তো ‘ভালোবাসি’ কথাটা দিয়ে বোঝানো যাবে না। নিজেকে ভাগ্যবান মনে হয়, তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি বলে। তুমি ঠিকই বলো, আমাদের শুরু আছে, কিন্তু শেষ নেই। সত্যিই, ভালোবাসা দিয়ে যে সাগর তুমি তৈরি করেছ আমার জীবনে, তার কোনো শেষই আমি দেখতে পাই না। শত ঝড়–ঝাপটাতেও আমাদের ভালোবাসা একটুও কমেনি। এভাবেই ভালো থেকো,ভালো রেখো।