আমার প্রতিটা মোনাজাতে তোমাকে রাখি. আমার সারাদিন তোমার কথা ভেবে চলে যায়. তোমার কি ভালো লাগে কি ভালোবাসো সেই সবগুলোকে আমার ভালোবাসা দিয়ে তোমার কাছে আনতে চেষ্টা করি যাতে করে তুমি খুশী হও আর তোমার খুশী দেখে আমার মন ভরে যায়. জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে আমার পাশে চাই এটাই আমার তোমার প্রতি ভিশন ভালোবাসা ❤