By - Afifah Afrose Esha

যেদিন তার সাথে আমার প্রথম দেখা হয়েছিলো, আমার হাতে কিছু শুকনো গোলাপের পাপড়ি ধরিয়ে দিয়েছিলো আর বলেছিলো "অনেকদিন থেকে জমিয়ে রেখেছি অনেক যত্ন করে, কিন্তু বলবো বলবো করে বলা হয়ে উঠেনি ভালোবাসি তোমাকে" খুব অবাক হয়েছলাম শুকনো গোলাপের পাপড়ি দিয়ে কেও প্রোপজ করে নাকি, পাগল ভেবেছিলাম তাকে তবে তার চোখের দিকে তাকিয়ে সেদিন যে মায়া দেখেছিলাম তাতে আর ফিরিয়ে দিতে পারিনি। ফেসবুকের বন্ধুত্ব অনেক দিনের, তারপর দেখা এভাবেই শুরু হয়েছিলো আমাদের একসাথে পথচলা। ১৫ বছরের এই লম্বা সম্পর্কের পথটা পাড়ি দেওয়া খুব একটা সহজ ছিলো না আমদের দুজনের কারো জন্যই। অনেক বাধা এসেছিলো তবে হাল ছাড়িনি একজনও। দুজনে একসাথে মিলে সব বাধা অতিক্রম করেছি। আল্লাহর কাছেই একটাই চাওয়া সারাজীবন যেনো এভাবেই একসাথে থাকতে পারি।