আমার ভালবাসার ভিশন আমার বউ। বিপদে মানুষ চেনা যায়। আমার এই দুঃসময়ে তোমার এই পাশে থাকাটা ভালবাসার এক নতুন মাত্রা যোগ করেছে। সবাই যখন আমার এই সময়ে পাশ কেটে চলে গেছে তখন তুমি এক সাহসী শক্তি দিয়ে যাচ্ছ প্রতিটা দিন প্রতিটা মুহুর্তে। আমি জানি না, আমার আগামীতে তোমাকে কি সুখে সুখী দেখতে পারবো, কিন্তু এর প্রতিদান শুধু আমি আমার অকৃত্তিম ভালবাসা দিয়েই দিয়ে যাব আমরণ। তোমার প্রতি আমার ভালবাসা তুমিই প্রতিক্ষনে বাড়িয়েই চলেছ। আমার জীবনে তুমি আল্লাহর তরফ থেকে একটা বিশেষ উপহার। সত্যিকার ভালবাসায় শিক্ত আমি, মুগ্ধ আমি তোমাতে।