By - Arafath

সালটা ঠিক আমার মনে নেই তবে ৮৯/৯০ হবে।আমার প্রথম কাউকে ভালো লাগা, কারো চোখে প্রথম চোখ রাখা,কারো পানে অপোলক তাকিয়ে থাকা। হয়তো সেটাই আমার প্রথম প্রেমানুভুতি।এক অদ্ভুত ভালো লাগা সারাক্ষণ কাজ করতো, তাকে দেখলেই বুকের ভেতর মোচর কাটতো আর মনে হতো তাকে কখন আর একটি বার দেখি,হয়তো বা ঠিক তার কাছেও এমনটা লাগতো।ছেলেটি সম্ভবত সেভেন কি এইটে পড়তো আর আমি ক্লাস ফোরে। আমরা তখন বিএডিসি স্টাফ কোয়াটারে থাকতাম। আমাদের স্কুল টি ছিল এক তলা সামনে বিশাল এক কাঠাল গাছ ও বড় খেলার মাঠ।চারপাশ টা অনেক ফাঁকা। সে প্রায় বিকেলে বা স্কুল ছুটির পর ফুটবল খেলতে যেত।তখনকার সময় টাতে ফুটবল খেলাটাই বেশি জনপ্রিয় ছিল। আর আমি ফাক ফোকড় দিয়ে খেলার ছলে তাকে দেখতাম।আমার বান্ধবীদের মধ্যে কেউ কেউ ব্যাপারটা খেয়াল করতো কিন্তু কেউ কিছু তেমন বলতো না আসলে প্রেম বিষয়টা তেমন ভাবে আমরা ঠিক বুঝতাম না।একদিন স্কুল টিফিনের সময় আমার এক বান্ধুবী ছেলেটি করিডোর দিয়ে যাবার সময় আমাকে কিনচিৎ ধাক্কা দেয় আর ছেলেটি আমার পাশ ঘেসে যায়।আমি তো এই ব্যাপারটির জন্য লাজে মরি মরি...আমাদের মাঝে এতটাই লুকোচুরি প্রেম ছিল যে আমাদের মাঝে কোন ভাষার প্রোয়োগ হয়নি কখন ও।শুধু আভাসে মনের ভাব প্রকাশ করতাম মাএ।বলে রাখি ছেলেটির বাসা ছিল আমাদের কলোনীর পেছনদিকটায় আর আমাদের টা ছিল সামনে।আমরা থাকতাম একতালায় আর ছেলেটি থাকতো ৪তলায়।কোমল ও শ্যামল ভাইদের বাসায়।ছেলেটি তাদের কি হতো তাও আমি কখনো জানতে চাইনি কারো ও কাছে।আমরা সবসময় ইশারায় কথা বলতাম যেমন ভাত খাওয়া,গোসল করা,ঘুমাতে যাওয়া,বিকেলে বাইরে যাওয়া ভাব সব আকার ইংগিতে দেখাতাম সেও তাই করতো।সময় টা খুব আনন্দের ছিল আমাদের দু'জনের মাঝে।তারপর আমরা একদিন কোয়াটার এর বাসা ছেড়ে মিরপুর চলে আসলাম।তারপরও আমি তাকে কিছু বলতে পারিনি সেও না।পরে অবশ্য আমার এক বান্ধুবী বলেছিল সে নাকি আমার বাসার এডড্রেস জানতে চেয়েছিল।আমার বাল্য বান্ধুবী ঠিক ভাবে বলতেও পারেনি তাকে,,,আর সাথে সাথে আমার প্রথম প্রেম ও সমাপ্ত হয়ে গেল। আজ এই ভালবাসা দিবসে সেই বালকটির কথা খুব মনে পরছে। বালকটির নাম ছিল শিপন।সেই চেনা মানুষ টিকে ছেড়ে আসার পর আমি ২য় বারের জন্য সেই মুখটি আর কোনদিন দেখিনি।দীর্ঘ ২৬ বছরেও কোখনও কত অচেনা লোকের ভীরে আমি চেনা মানুষটিকে পাইনি।আজ ভালবাসা দিবসে সেই চেনা মানুষটির কথা খুব মনে পরে গেল। ভালো থাকুক জগতের সকল ভালোবাসার মানুষ গুলো,,,তাদের ভালোবাসাদের কে ঘিরে।