আসসালামুয়ালাইকুম, আমি দিলরুবা রহমান, আমার ভালোবাসার গল্প টা একটু ভিন্ন হলেও খুব স্বরনীয়, আমি তখন ইন্টার পাশ করে আমার এক নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আমার ঐ নানু আমকে অনেক ভালোবাসে, তাই আমি তার বাড়ি ৬ মাস এর মতো থাকি। আমার নানুর এক প্রতিবেশী ছিলো অনেক ভালো একটি ফ্যামেলি আমি ঐ প্রতিবেশীর ২ টা মেয়ে ছিলো তাদের সাথে খুব সময় কাটাতাম, একদিন ঐ প্রতিবেশীর বাসায় বেড়াতে এতো তাদের কাজিন তো আমি তো প্রতিদিন ঐ বাসায় না গেলে আমার ভালো লাগে না, তো তাদের মেহমান আসছে এজন্য কম যাই কিন্তূ তাঁরা আসে সবসময় আমার খোঁজ নিতে, ওদের কাজিন দের ভিতরে একটি ছেলে এসেছে তো ঐ ছেলে এসেছে বলেই আমি ওদের বাড়ি একটু কম যেতাম কিন্তূ, সেই ছেলেটি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে এটা আমি কিছু টা বুঝতাম, আমি তো বরিশাল এ থাকতাম আর ঐ কাজিনরা ঢাকা থেকে ওদের বাড়ি আসছে। তো ওদের কাজিন ৭ দিন ওদের বাসায় থেকে ঢাকা তে রওয়ানা হলো তখন ও আমি বুঝতে পারি নাই যে এই ছেলে আমাকে পছন্দ করে। লঞ্চ এ উঠে আমাকে কল দেয় একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করি সে অনেক ডং করে কথা শুরু করলো পটানোর জন্য যা বলা লাগে সব বললো। আমি পটলাম না কিন্তূ আবার ছেড়ে ও দিলাম না। তাঁর পর অনেক কথা অনেক গল্প সারা রাত। সে পরে বলে ই দিলো যে তাঁর আমাকে অনেক বেশি ভালো লেগেছে। এই ভালো লাগা কে সে ভালোবাসায় পরিনতি দিতে চায় আমি অনেক দিন তাকে গুরালাম এর পর আমি ও পটে গেলাম। এমন করে প্রায় ছয় মাস কথা বললাম তারপর আমার তাকে ছাড়া কিছুই ভালো লাগে না। আর আমার ফ্যামেলি প্রেম বিষয় নিয়ে তাদের অনেক আপত্তি ছিলো তাই ২০১৩ সালে দু'জনেই লুকিয়ে বিয়ে করি মগবাজারে একটি কাজি অফিসে। সেই যে সে আমার হাত টা শক্ত করে ধরেছে। সেখান থেকে এখন পর্যন্ত আমরা সুখে দুঃখে দুজনের সঙ্গি হয়ে বেঁচে আছি। থাকবো যতো দিন বাচবো।❤️❤️❤️❤️